খুলনা, বাংলাদেশ | ৭ অগ্রহায়ণ, ১৪৩১ | ২২ নভেম্বর, ২০২৪

Breaking News

  মার্কিন শ্রম প্রতিনিধি দল ঢাকা আসছে আজ

যুবকরা আদর্শবান হলে দেশ আদর্শবান হবে : অধ্যক্ষ আব্দুল আউয়াল

নিজস্ব প্রতিবেদক

যুবকরা আদর্শবান হলে বাংলাদেশ আদর্শবান হবে। এজন্য যুবকদের আদর্শবান হিসেবে গড়ে নিজেদের

খুলনা গোয়ালখালী মাদ্রাসা অডিটোরিয়ামে ইসলামী যুব আন্দোলন খুলনা মহানগর ও জেলার ব্যবস্থাপনায় বিশেষ সাংগঠনিক সভা আজ শনিবার (২১ আগস্ট ) সকাল ৯ টায় অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমীর হাফেজ মাওলানা আব্দুল আউয়াল বলেন, দেশ গড়তে যুবকদের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। যুবকরা আদর্শবান হলে দেশ আদর্শবান হবে।

অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ইসলামী যুব আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি যুবনেতা মাওলানা মুহাম্মাদ নেছার উদ্দিন।

তিনি তার বক্তব্যে বলেন, দেশের করোনাকালীন সংকটে ইসলামী যুব আন্দোলন সব থেকে বেশি ভুমিকা পালন করেছে। কাজেই দেশের আগামীদিনে দেশের সকল সংকটে ও জনগনের কাঙ্ক্ষিত মুক্তির লক্ষ্যে সকল স্তরের দায়িত্বশীলদের অগ্রনী ভূমিকা পালন করতে হবে।

ইসলামী যুব আন্দোলনের খুলনা মহানগর সভাপতি আলহাজ্ব আবুল কাসেমের সভাপতিত্বে ও খুলনা জেলা সভাপতি মুহাম্মাদ মেহেদী হাসানের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন ইসলামী যুব আন্দোলনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মুফতী মানসুর আহমেদ সাকী, খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মুফতী মুহাম্মাদ আব্দুল জলিল, ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা আরিফ বিন মেহের উদ্দীন।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর সেক্রেটারী শেখ মোঃ নাসির উদ্দিন, ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা জেলা সেক্রেটারী হাফেজ আসাদুল্লাহ আল গালিব, ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগরের অন্যতম সদস্য শেখ হাসান ওবায়দুল করীম, ইসলামী যুব আন্দোলনের কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য মুফতি আমিরুল ইসলাম, ইসলামী যুব আন্দোলন খুলনা নগর সহ-সভাপতি মুফতি আব্দুর রহমান মিয়াজি , জেলার সহ সভাপতি মাওলানা নাজিম উদ্দিন, নগর সাধারণ সম্পাদক মোহাম্মদ ইমরান হোসেন মিয়া, জেলা সাধারণ সম্পাদক মোঃ ফজলুল করিম, নগর যুগ্ন সাধারন সম্পাদক মোহাম্মদ আবদুর রশিদ, জেলার যুগ্ন সাধারন সম্পাদক হাফেজ নাজিম ফকির, নগর সাংগঠনিক সম্পাদক গাজী ফেরদাউস সুমন, নগর দপ্তর সম্পাদক মুফতি ফরিদ উদ্দিন আযহার, জেলার দপ্তর সম্পাদক মোহাম্মদ রাকিবুল হাসান, নগর অর্থ সম্পাদক মোহাম্মদ আমজাদ হোসেন, নগর প্রচার সম্পাদক মোহাম্মদ নাজমুল ইসলাম ,জেলার প্রচার সম্পাদক মোহাম্মদ বেলাল শিকদার, নগর প্রকাশনা সম্পাদক মোহাম্মদ মমিনুল ইসলাম নাসিব, হুসাইন মোহাম্মদ হালিম ,নগর দাওয়াত ও প্রশিক্ষণ মোহাম্মদ মামুনুর রশিদ, জেলার দাওয়াত ও প্রশিক্ষণ মুফতি দেলোয়ার হোসেন , জেলার যুব কল্যাণ ও কর্ম সংস্থান সম্পাদক মুফতি সাইফুল ইসলাম, নগর বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক ডাঃ শামীম হায়দার, জেলার বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক মুফতি সাজ্জাদ হোসেন, মোহাম্মদ আবদুস সবুর, মুফতি ওমর ফারুক, মাওলানা তরিকুল ইসলাম, ফারুক শিকারী , মুফতি আমানুল্লাহ, মোহাম্মদ আরিফুল ইসলাম, মাওলানা সিরাজুল ইসলাম, মোহাম্মদ শিমুল বেপারী, হাফেজ ওসমান করিম, আমজাদ হোসেন খামারী, মোহাম্মদ আবদুল মান্নান সহ খুলনা বিভাগের আওয়াতাধীন ১২ টি জেলার সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক সহ তাদের প্রতিনিধি গন উপস্থিত ছিলেন। সূত্র: খবর বিজ্ঞপ্তি।

খুলনা গেজেট/ টি আই




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!