খুলনা, বাংলাদেশ | ২ আশ্বিন, ১৪৩১ | ১৭ সেপ্টেম্বর, ২০২৪

Breaking News

  ডেঙ্গুতে একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২৬৭
  রোহিঙ্গা ক্যাম্পে সন্ত্রাসীদের গুলিতে নিহত ২
  ঝিনাইদহে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৩ জনের মৃত্যু

যুবকদের মাছ চাষে নজর দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

গেজেট ডেস্ক

ফাইল ছবি
ফাইল ছবি

দেশের যুব সমাজকে মাছ চাষে নজর দেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, দেশের জাতীয় উন্নয়নে আমাদের মৎস্য খাতের অবদান অনেক। সেদিকে লক্ষ্য রেখে মৎস্য উৎপাদন বাড়াতে হবে। আমাদের নদী, নালা, খাল-বিল অনেক বেশি।

আমাদের মাটি ও পানি অত্যন্ত উপযুক্ত। আমি যুব সমাজকে বলব, তারা মাছ চাষে নজর দিতে পারে।
বৃহস্পতিবার দুপুরে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ অ্যাকুয়াকালচার অ্যান্ড সীফুড শো অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সরকারপ্রধান বলেন, আমাদের প্রায় ২ কোটি মানুষ মৎস্য উৎপাদনের সঙ্গে জড়িত। জিডিপিতে মৎস্য খাতের অবদান ২.৮১ শতাংশ। এ ছাড়া কৃষিজ জিডিপিতে ২২.২৬ শতাংশ।

শেখ হাসিনা বলেন, আমরা বিশাল সমুদ্রসীমা পেলাম। সেখান থেকে মৎস্য আহরণ করছি।

কিন্তু গভীর সমুদ্র থেকে মৎস্য আহরণে আমরা তেমন কোনো ব্যবস্থা নিতে পারিনি। কেননা আমাদের মৎস্য ব্যবসায়ীদের অনেক চেষ্টা করেও মৎস্য আহরণের আনতে পারিনি। দু-চারজন যারা আসে, তারাও অর্থ বিনিয়োগ করতে চায় না। এ জন্য আমাদের দরকার বিদেশি বিনিয়োগ। এটা হলো বাস্তবতা।

খুলনা গেজেট/এএজে

 




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!