যুদ্ধবিরতি শুরুর পর গাজায় মানবিক সহায়তা নিয়ে ট্রাক ঢুকতে শুরু করেছে। রাফা ক্রসিংয়ের কর্মকর্তারা জানিয়েছেন, আজ ২৩০টি ট্রাক গাজায় প্রবেশ করতে পারে। অপরদিকে চুক্তি অনুযায়ী স্থানীয় সময় বিকাল ৪টায় ১৩ জন ইসরায়েলি জিম্মিকে মুক্তি দেবে হামাস।
আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরা জানায়, মিশর থেকে রাফা ক্রসিং দিয়ে গাজায় মানবিক সহায়তা নিয়ে বেশ কিছু ট্রাক প্রবেশ করছে। রাফা ক্রসিং প্রশাসনের মুখপাত্রের একটি বিবৃতিতে গাজা উপত্যকায় সাহায্য ও জ্বালানি ট্রাক যাওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
আজ শুক্রবার স্থানীয় সময় সকাল ৭টা থেকে গাজায় চারদিনের যুদ্ধবিরতি শুরু হয়েছে। হামাসের সেনা শাখা আল-কাসেম ব্রিগেডস জানিয়েছে, ইসরায়েলের সঙ্গে শুক্রবার সকাল থেকে পরবর্তী ৪দিন তাঁরা কোনো ধরনের যুদ্ধ করবে না।
যুদ্ধবিরতির এই চারদিনে গাজায় ৮০০ ত্রাণবাহী ট্রাক প্রবেশ করবে। তবে সেগুলো একসঙ্গে আসবে না। প্রতিদিন ২০০টি মতো ট্রাক ত্রাণ নিয়ে আসবে। এ ছাড়া যুদ্ধবিরতির সময় প্রতিদিন ৪ ট্রাক জ্বালানিও গাজায় আসবে।
মার্কিন সমর্থন এবং কাতারের মধ্যস্থতায় ইসরায়েল ও হামাসের মধ্যে এই যুদ্ধবিরতি চুক্তি হয়। গাজায় জিম্মি থাকা ৫০ নারী ও শিশুকে মুক্ত করার বিনিময়ে চারদিনের যুদ্ধবিরতি চুক্তিতে সম্মত হয় ইসরায়েল। প্রতি ১০ জন অতিরিক্ত জিম্মি মুক্তির জন্য যুদ্ধবিরতি একদিন করে বাড়ানো হবে। অপরদিকে হামাস বলছে, ৫০ জিম্মির বিনিময়ে কারাবন্দি ১৫০ ফিলিস্তিনিকে মুক্তি দেবে ইসরায়েল। তাদের সবাই নারী ও শিশু। সেই সাথে শতাধিক ত্রাণবাহী ট্রাক রাফাহ সীমান্ত থেকে গাজায় আসতে দিতে হবে।
এ ছাড়া এই চারদিন দক্ষিণ গাজায় বিমান হামলা বন্ধ থাকবে এবং উত্তরে প্রতিদিন সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত হামলা বন্ধ থাকবে। যুদ্ধবিরতি চলাকালীন ইসরায়েলি সামরিক যান গাজায় প্রবেশ করবে না। এ ছাড়া ইসরায়েলি সেনারা গাজার কোনো বেসামরিক নাগরিককে আটক করতে পারবে না।
খুলনা গেজেট/ টিএ