খুলনা, বাংলাদেশ | ২৭ পৌষ, ১৪৩১ | ১১ জানুয়ারি, ২০২৫

Breaking News

  হবিগঞ্জের মাধবপুরে গাড়ির ধাক্কায় তিন নারী শ্রমিক নিহত
  সংস্কার কমিশন প্রতিবেদন দেওয়ার পর রাজনৈতিক দলগুলোর নিবন্ধন নিয়ে নতুন পরিকল্পনা করবে ইসি, জাতীয় সংসদ নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন করা কঠিন : সিইসি

যুক্তরাষ্ট্রে ফিলিস্তিনি শিশুকে ২৬ বার ছুরিকাঘাতে হত্যায় বাইডেনের নিন্দা

গেজেট ডেস্ক

যুক্তরাষ্ট্রে ছয় বছরের ফিলিস্তিনি এক শিশুকে ২৬ বার ছুরিকাঘাত করে হত্যার ঘটনায় মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন তীব্র নিন্দা জানিয়েছেন। আজ সোমবার যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউস থেকে দেওয়া এক বিবৃতিতে তিনি এ ঘটনার নিন্দা ও ভুক্তভোগী পরিবারের প্রতি সমবেদনা জানান।

ওই বিবৃতিতে মার্কিন প্রেসিডেন্ট বাইডেন বলেন, ‘গতকাল ইলিনয়ে ছয় বছর বয়সী এক ফিলিস্তিনি শিশুকে নৃশংসভাবে হত্যা ও তার মাকে হত্যাচেষ্টার খবর পেয়ে আমি ও আমার স্ত্রী জিল হতবাক হয়েছি, অসুস্থতাবোধ করছি। ফিলিস্তিনি মুসলিম পরিবারটি আমেরিকায় এসেছিল সেটিই খুঁজতে, যা আমরা সবাই খুঁজি—একটু শান্তিতে বাঁচবার, শিক্ষা গ্রহণ করবার এবং প্রার্থনা করবার সুযোগ।’

‘আমেরিকায় এমন ঘৃণ্য ও ভয়ংকর কর্মকাণ্ডের কোনো স্থান নেই। এমন কাজ আমাদের বিশ্বাস, স্বাধীনতা ও প্রার্থনার মৌলিক মূল্যবোধের বিরুদ্ধে। আমেরিকান হিসেবে আমাদের অবশ্যই এক হতে হবে। ইসলামফোবিয়া, ধর্মান্ধতা ও ঘৃণাকে ছুড়ে ফেলতে হবে। আমি বারবার বলেছি, ঘৃণা ছড়ানো হলে আমি চুপ থাকব না। আমাদের অবশ্যই দ্ব্যর্থহীন হতে হবে। আমেরিকায় কারও বিরুদ্ধে ঘৃণার স্থান নেই।’ যোগ করেন প্রেসিডেন্ট বাইডেন।

বাইডেন বলেন, ‘সর্বোপরি, হোয়াইট হাউসের সবাই ওই ফিলিস্তিনি পরিবারের প্রতি সমবেদনা জানাই। আহত মায়ের সুস্থতার জন্য প্রার্থনা করি। একই সঙ্গে আমেরিকায় বসবাসরত বৃহত্তর ফিলিস্তিনি, আরব এবং মুসলিম জনগোষ্ঠীর প্রতিও আমাদের সমবেদনা ও প্রার্থনা রইল।’

এদিকে গত শনিবার যুক্তরাষ্ট্রের ইলিনয় রাজ্যের উইল কাউন্টিতে ছয় বছরের ফিলিস্তিনি এক শিশুকে ২৬ বার ছুরিকাঘাত করে হত্যা করেন বাড়ির মালিক। ইসরায়েলে হামাসের আক্রমণের ক্ষোভ থেকে এ হামলা করা হয়েছে বলে পুলিশের ধারণা।

পুলিশ জানায়, শিকাগো থেকে প্রায় ৪০ মাইল দূরে গত শনিবার এ ঘটনা ঘটে। ফিলিস্তিনি ওই শিশু ও এক নারীকে বেশ কয়েকবার ছুরি দিয়ে আঘাত করে তাঁদেরই বাড়িওয়ালা। তাঁকে গতকাল রোববার গ্রেপ্তার করা হয়েছে।

ছয় বছরের ফিলিস্তিনি শিশুকে ২৬ বার ছুরিকাঘাতে হত্যা ছয় বছরের ফিলিস্তিনি শিশুকে ২৬ বার ছুরিকাঘাতে হত্যা
গ্রেপ্তার ব্যক্তিকে উদ্ধৃত করে বিবৃতিতে বলা হয়, হামাস ও ইসরায়েলের মধ্যে চলমান যুদ্ধের কারণে মুসলিমদের ওপর ক্ষোভ থেকে তাঁদের ওপর হামলা চালান তিনি।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!