খুলনা, বাংলাদেশ | ২৫শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ | ৮ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

Breaking News

  ফরিদপুরের বাখুন্ডায় বাস নিয়ন্ত্রণ হারিয়ে নিহত ৭; আহত ৪০
  খুলনায় বাটা শো রুম এবং কেএফসি ফুড কোর্টে ভাংচুর ও লুটপাটের ঘটনায় ৩১ জন গ্রেপ্তার
  শুল্ক কমাতে অনুরোধ জানানো দেশগুলোর সঙ্গে সমঝোতা করবে যুক্তরাষ্ট্র : ট্রুথ সোশ্যালে ট্রাম্পের পোস্ট

যুক্তরাষ্ট্রের ৫০ অঙ্গরাজ্যেই ট্রাম্পবিরোধী বিক্ষোভ

আন্তর্জাতিক ডেস্ক

‘ট্রাম্পের পদত্যাগ চাই’, ‘গণতন্ত্র মুক্তি পাক’, ‘আমাদের কোনো রাজা নেই’—শনিবার এমন স্লোগানে দিনভর উত্তাল ছিল যুক্তরাষ্ট্র। দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তাঁর উপদেষ্টা ধনকুবের ইলন মাস্কের বিরুদ্ধে দেশটির ৫০ অঙ্গরাজ্যের সব কটিতে বিক্ষোভ করেছেন লাখ লাখ মানুষ। ইউরোপের কয়েকটি দেশেও রাজপথে নেমেছেন বিক্ষোভকারীরা। ট্রাম্পের নীতির বিরুদ্ধে অবস্থান নিয়ে বিক্ষোভকারীরা বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট জনগণের অধিকার ও স্বাধীনতা হরণ করছেন।

দেশব্যাপী এ বিক্ষোভের নাম দেওয়া হয়েছে ‘হ্যান্ডস অফ’। অধিকারকর্মীদের প্রায় দেড় শ গোষ্ঠী এ বিক্ষোভে অংশ নেয়। ওয়াশিংটন, নিউইয়র্ক, টেক্সাস, ফ্লোরিডা, কলোরাডো, মিনেসোটা, ক্যারোলাইনা, ডেলাওয়ারসহ সব অঙ্গরাজ্যের প্রধান শহরগুলোয় ১ হাজার ৪০০টির বেশি বিক্ষোভ-সমাবেশের আয়োজন করা হয়। বিক্ষোভে যোগ দেওয়া ‘ইনডিভিজিবল’ নামের একটি সংগঠনের তথ্যমতে, শনিবারের বিক্ষোভে যোগ দিতে প্রায় ছয় লাখ মানুষ সই করেন।

বিক্ষোভের আয়োজকদের মধ্যে ছিল নাগরিক অধিকার সংস্থা, নারী অধিকার গোষ্ঠী, শ্রমিক সংগঠন, অবসরপ্রাপ্ত কর্মচারীদের সংগঠন ও এলজিবিটিকিউ-প্লাস অধিকারকর্মীরা। তাঁদের দাবি তিনটি। সেগুলো হলো ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনে শতকোটিপতিদের (বিলিয়নিয়ার) দখলদারি ও দুর্নীতি বন্ধ করা; ‘মেডিকেইড’ নামে কেন্দ্রীয় সরকারের স্বাস্থ্যবিমাসহ সামাজিক নিরাপত্তাবিষয়ক কর্মসূচিগুলোয় অর্থায়ন বন্ধ না করা এবং অভিবাসী, ট্রান্সজেন্ডার ও অন্যান্য সম্প্রদায়ের ওপর হামলা বন্ধ করা।

শনিবার সবচেয়ে বড় বিক্ষোভ হয় রাজধানী ওয়াশিংটন ডিসিতে। সেখান থেকে বিক্ষোভের আয়োজক সংস্থা ইনডিভিজিবলের সহপ্রতিষ্ঠাতা এজরা লেভিন বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, বিশাল এ বিক্ষোভের মধ্য দিয়ে তাঁরা প্রেসিডেন্ট ট্রাম্প, ইলন মাস্ক, রিপাবলিকান কংগ্রেস সদস্য ও তাঁদের মিত্রদের পরিষ্কার বার্তা পাঠাতে চান যে যুক্তরাষ্ট্রের গণতন্ত্রের ওপর কোনো হস্তক্ষেপ মেনে নেওয়া হবে না।

শনিবার ওয়াশিংটনের আকাশ ছিল মেঘাচ্ছন্ন, হালকা বৃষ্টিও হচ্ছিল। দিন গড়ানোর সঙ্গে সঙ্গে মনুমেন্টের আশপাশে মানুষের জমায়েত বড় হতে থাকে। অনেকের হাতে ছিল ট্রাম্প ও মাস্কবিরোধী স্লোগান লেখা ব্যানার ও প্ল্যাকার্ড। কয়েকজন নিয়ে এসেছিলেন ইউক্রেনের পতাকা। কেউ কেউ আবার ‘ফিলিস্তিনের মুক্তি চাই’ লেখা প্ল্যাকার্ড ধরে ছিলেন। বিক্ষোভকারীদের কেউ কেউ গাজায় ইসরায়েলের নতুন করে হামলায় যুক্তরাষ্ট্রের সমর্থন দেওয়ার প্রতিবাদ জানান।

গত ২০ জানুয়ারি দ্বিতীয় মেয়াদে ক্ষমতা গ্রহণের পর বেশ কিছু নির্বাহী আদেশ দিয়েছেন ট্রাম্প। এর মধ্যে রয়েছে অবৈধ অভিবাসন, বিদেশি সহায়তা, ট্রান্সজেন্ডার অধিকারসংক্রান্ত আদেশগুলো। ট্রাম্পের বিভিন্ন আদেশের বিরুদ্ধে বিভিন্ন অঙ্গরাজ্যে মামলা হয়েছে। কোনো কোনো আদেশ স্থগিত করেছেন আদালত। এ ছাড়া ট্রাম্পের গঠন করা ডিওজিই দায়িত্ব দিয়েছেন ধনকুবের ব্যবসায়ী ইলন মাস্ককে। এই সংস্থার অধীন যুক্তরাষ্ট্রে কেন্দ্রীয় সরকারের ১ লাখ ২১ হাজার ৩৬১ কর্মচারীকে ছাঁটাই করা হয়েছে।

খুলনা গেজেট/এইচ




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!