খুলনা, বাংলাদেশ | ৭ মাঘ, ১৪৩১ | ২১ জানুয়ারি, ২০২৫

Breaking News

  দৈনিক ভোরের কাগজের প্রধান কার্যালয় বন্ধ ঘোষণা
  সাজাপ্রাপ্ত আসামিকে রাষ্ট্রপতির ক্ষমার ক্ষমতা চ্যালেঞ্জ করে রিট দায়ের

যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক

যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণ করলেন ডোনাল্ড ট্রাম্প। সোমবার (২০ জানুয়ারি) স্থানীয় সময় দুপুর ১২টায় তিনি এই শপথ গ্রহণ করেন। সাধারণত ক্যাপিটল হিলের কংগ্রেস ভবনের সামনের খোলাস্থানেই মার্কিন প্রেসিডেন্টের শপথ অনুষ্ঠান হয়ে থাকে। তবে তাপমাত্রা হিমাঙ্কের নিচে চলে যাওয়ায় এবার তা কংগ্রেস ভবনের ভেতরে, ক্যাপিটল রোটুন্ডায় হয়েছে। এই ভবনেই আজ থেকে আট বছর আগে প্রথমবারের মতো প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছিলেন ট্রাম্প।

ট্রাম্প একটি বাইবেলের ওপর হাত রেখে শপথবাক্য পাঠ করেছেন। তাকে শপথবাক্য পাঠ করান প্রধান বিচারপতি জন রবার্টস। শপথ বাক্যে ট্রাম্প বলেন, ‘আমি আন্তরিকভাবে শপথ করছি যে আমি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করব এবং আমার সর্বোচ্চ ক্ষমতায় সংবিধান সংরক্ষণ করব, নিরাপদ রাখব ও রক্ষা করব।’

তার আগে শপথ নেন নবনির্বাচিত ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স।

এর আগে গত নভেম্বরে ডেমোক্রাট প্রার্থী কমলা হ্যারিসকে বিপুল ভোটে হারিয়ে দ্বিতীয় বারের মতো যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হন ট্রাম্প। তারপর আজ তিনি আনুষ্ঠানিকভাবে প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন।

খুলনা গেজেট/ টিএ




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!