খুলনা, বাংলাদেশ | ২৪ পৌষ, ১৪৩১ | ৮ জানুয়ারি, ২০২৫

Breaking News

  উড্ডয়ন করেছে খালেদা জিয়াকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্স
  রাজধানীতে পঙ্গু হাসপাতালে আগুন
  গুম ও জুলাই গণহত্যায় জড়িত ৯৭ জনের পাসপোর্ট বাতিল
  ট্রাভেল ডকুমেন্ট নিয়ে ভারতে আছেন শেখ হাসিনা, ফরেন সার্ভিস একাডেমিতে প্রেস ব্রিফিয়ে প্রধান উপদেষ্টার প্রেস উইং

যুক্তরাষ্ট্রের পরমাণু অস্ত্র ধ্বংস করার কথা বলাটাই হাস্যকর : ইরান

আন্তর্জাতিক ডেস্ক

ইসলামি প্রজাতন্ত্র ইরানের বিদেশি মন্ত্রণালয়ের মুখপাত্র সাইয়দ আব্বাস মুসাভি সম্প্রতি পরমাণু অস্ত্র নিয়ে যুক্তরাষ্ট্রকে কটাক্ষ করল। তার বক্তব্য, যেখানে জাপানের হিরোশিমা ও নাগাসাকি শহরে বোমা হামলাকারী ছিল যুক্তরাষ্ট্র তারাই এখন পরমাণু অস্ত্র ধ্বংসের কথা বলছে।

তিনি অভিযোগ করেন, বিশ্বে কেউ পরমাণু দিয়ে বোমা হামলা চালায়নি। কিন্তু আমেরিকা একবার নয় বরং দু’বার এমন বোমা নিয়ে হামলা করেছে। ফলে এখন হাস্যকর লাগছে সেই মার্কিন সরকার গণবিধ্বংসী অস্ত্র ধ্বংসের কথা বলায়।

সাইয়দ আব্বাস মুসাভি সম্প্রতি তার ব্যক্তিগত টুইটার অ্যাকাউন্টে দেয়া পোস্টে এসব কথা বলেছেন। তিনি বলেন, হিরোশিমা ও নাগাসাকির লোকজনের মনে এখনও মার্কিন অ্যাটম বোমা হামলার স্মৃতি আতঙ্ক রয়ে গেছে।

এরআগে, ইরানের‌ বিদেশমন্ত্রী মোহম্মদ জাওয়াদ জারিফ জাপানের উপর মার্কিন পরমাণু বোমা হামলার ৭৫তম বার্ষিকীতে উপলক্ষে মন্তব্য করেন, আমেরিকা ও ইসরাইলের পরমাণু অস্ত্র তাদের অঞ্চলের জন্য হুমকি হয়ে দেখা দিয়েছে।

খুলনা গেজেট/এআইএন




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!