খুলনা, বাংলাদেশ | ৫ আশ্বিন, ১৪৩১ | ২০ সেপ্টেম্বর, ২০২৪

Breaking News

  ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৩ জনের মৃত্যু, হাসপাতালে ৮৮৭
  ঢাবির হলে পিটিয়ে যুবককে হত্যা: ছাত্রলীগ নেতাসহ আটক ৩, তদন্ত কমিটি গঠন
  বেক্সিমকো গ্রুপের সব সম্পত্তি রক্ষণাবেক্ষণের জন্য রিসিভার নিয়োগ দিতে পূর্ণাঙ্গ রায়ে বাংলাদেশ ব্যাংককে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট

‌যুক্তরাষ্ট্রের জনগন পরিবর্তন চায়, তাদের সমর্থনে জয়ের বিষয়ে নিশ্চিত : বাইডেন

আন্তর্জাতিক ডেস্ক

জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে ডেমোক্রেট প্রার্থী জো বাইডেন বলেছেন, যুক্তরাষ্ট্রের জনগন পরিবর্তন চায়, তাদের সমর্থনে জয়ের বিষয়ে নিশ্চত আমি। ব্যাটলগ্রাউন্ডগুলোতে ক্রমাগত এগিয়ে যাওয়ার প্রেক্ষাপটে তিনি বলেন, পরিষ্কার সংখ্যাগরিষ্ঠতা নিয়ে এই লড়াইয়ে আরা জিততে চলেছিল। এখনও আমাদের বিজয় চূড়ান্তভাবে ঘোষণা করা হয়নি। কিন্তু ইলেকটোরাল কলেজ ভোট ও ভোট গণনা আমাদেরকে বলছে সব কিছু পরিষ্কার। পুরো জাতি আমাদের সঙ্গে আছে। তিনি জাতির উদ্দেশে ভাষণ দেবেন এ খবর প্রকাশ হওয়ার পরই দৃশ্যপট পাল্টে যেতে থাকে। অনেকেই মনে করতে থাকেন তিনি বিজয় ঘোষণা করবেন। কিন্তু দীর্ঘ অভিজ্ঞতাসম্পন্ন এই রাজনীতিক মাথা ঠান্ডা রাখলেন।

প্রায় ৪ মিনিটের বক্তব্যে এই ডেমোক্র্যাট নেতা বলেন, সংখ্যাগরিষ্ঠতার সব দিক থেকেই আমরা এগিয়ে। ইতিমধ্যে ৭৪ মিলিয়নের বেশি ভোট পেয়েছি, যা আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনের ক্ষেত্রে ঐতিহাসিক ঘটনা।

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ভোট গণনা এখনো চলছে। তবে ঝুলে থাকা রাজ্যগুলোতে ডোনাল্ড ট্রাম্পের চেয়ে এখন পর্যন্ত এগিয়ে আছেন জো বাইডেন। ভোট কারচুপির অভিযোগের প্রসঙ্গে ইঙ্গিত দিয়ে বাইডেন বলেন, ‘পক্ষপাতিত্বমূলক যুদ্ধে নষ্ট করার কোনও সময় নেই আমাদের’। বিজয়ী হলে, একজন প্রেসিডেন্ট হিসেবে আমার কাজ হবে প্রত্যেকের জন্যই।

তিনি বলেন, দেশের বহু মানুষ বেকার। তাদের নিয়ে এখনই কাজ করার সময়। এছাড়া জলবায়ু ও কোভিড নিয়ে কথা বলেন বাইডেন। বক্তব্যের সবশেষ, সমর্থকদের শেষ পর্যন্ত ধৈর্য ধরার আহ্বান জানান তিনি। গণতন্ত্রের উপর আস্থা রাখার আহ্বান জানিয়ে বলেন, ২৪৪ বছরের ইতিহাসে গণতন্ত্রেরই জয় হয়েছে। তবে কেউ এই গণতন্ত্রের ধারাবাহিকতা থামিয়ে দিতে চেষ্টা করছে বলেও ভাষণে অভিযোগ করেন বাইডেন।

তিনি নিজের রাজ্য দেলাওয়ারের উইলমিংটন থেকে বললেন, আমরা এই লড়াইয়ে জিততে চলেছি। গতকাল থেকে কি ঘটে চলেছে সেদিকে দৃষ্টি দিন। ২৪ ঘন্টা ধরে আমরা জর্জিয়াতে পিছিয়ে ছিলাম। এখন এগিয়ে গেছি। ওই রাজ্যে আমরা জয় পেতে চলেছি। ২৪ ঘন্টা আগে আমরা পেনসিলভ্যানিয়াতেও পিছিয়ে ছিলাম। এখন সেখানে জয় পেতে চলেছি। এখন আমরা এগিয়ে আছি। আমরা অ্যারিজোনা এবং নেভাদায়ও জয় পেতে চলেছি। আসলে নেভাদায় আমাদের লিড এখন প্রায় দ্বিগুন। আমরা এখন তিন শতাধিক ইলেকটোরাল কলেজ ভোট পেতে চলেছি। আমরা সংখ্যাগরিষ্ঠ ভোটে জয় পেতে চলেছি। জাতি আমাদের সঙ্গে আছে।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে চরম উত্তেজনা মূহুর্ত চলছে। শেষ ছয়টি অঙ্গরাজ্যে ভোট গণনা এখনো চলছে। মার্কিন গণমাধ্যমগুলো জানাচ্ছে, চারটি অঙ্গরাজ্যের মধ্যে সীমিত হয়ে পড়েছে হিসাব নিকাশের পালা। এই চারটি অঙ্গরাজ্য হলো জর্জিয়া, পেনসিলভানিয়া, অ্যারিজোনা ও নেভাদা। অন্য দুই অঙ্গরাজ্য আলাস্কা ও নর্থ ক্যারোলাইনায় রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের জয় নিশ্চিত বলে ধরে নিচ্ছে মার্কিন গণমাধ্যমগুলো।

ওয়াশিংটন পোস্টের জানায়, শুক্রবার (৬ নভেম্বর) স্থানীয় সময় সকাল সোয়া ১১টা ১৮ মিনিট পর্যন্ত পেনসিলভানিয়ায় এক লাখ ৬০ হাজার ভোট গণনা বাকি রয়েছে। তখন পর্যন্ত প্রায় ৯ হাজার ৭৪৬ ভোটে এগিয়ে আছেন ডেমোক্রেটিক পার্টির প্রার্থী জো বাইডেন। বাইডেন পেয়েছেন ৩৩ লাখ ২ হাজার ৯৭৭ ভোট। আর ট্রাম্প পেয়েছেন ৩২ লাখ ৯৩ হাজার ২৩১ ভোট। আজ গণনা শুরু করার আগ পর্যন্ত এই অঙ্গরাজ্যে প্রায় ১৮ হাজার ভোটে এগিয়ে ছিলেন বাইডেন।

অ্যারিজোনা অঙ্গরাজ্যেও ট্রাম্পের চেয়ে এগিয়ে আছে বাইডেন। এখানে স্থানীয় সময় সকাল ১১টা পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী দুই লাখেরও বেশি ভোট গণনা বাকি। ওয়াশিংটন পোস্ট জানায়, এখানে বাইডেন পেয়েছেন ১৫ লাখ ৬১ হাজার ১৪৭ ভোট। প্রতিদ্বন্দ্বী ট্রাম্প পেয়েছেন ১৫ লাখ ১৭ হাজার ৩৬৮ ভোট। এই হিসাবে বাইডেন এগিয়ে আছেন ৪৩ হাজার ৭৭৯ ভোটে।

পেনসিলভানিয়া, অ্যারিজোনার মতো নেভাদা অঙ্গরাজ্যেও এগিয়ে ডেমোক্র্যাট বাইডেন।  স্থানীয় সময় সকাল ১১টা ৮ মিনিট পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী আরও এক লাখ ৯০ হাজারের বেশি ভোট গুনতে হবে নেভাদা কর্তৃপক্ষকে। তখন পর্যন্ত এই অঙ্গরাজ্যে বাইডেন পেয়েছেন ৬ লাখ ২৬ হাজার ৩৯৪ ভোট। আর ট্রাম্প পেয়েছেন ৬ লাখ ৬ হাজার ৪২ ভোট। এই হিসাবে বাইডেন এগিয়ে আছেন ২০ হাজার ৩৫২ ভোট।

এদিকে জর্জিয়ায়  এক সংবাদ সম্মেলনে অঙ্গরাজ্যটির ভোটিং সিস্টেম ইমপ্লিমেন্টেশন ম্যানেজার গ্যাব্রিয়েল স্টারলিং জানান, সেখানে ৪ হাজার ১৬৯ ভোট গণনার বাকি। এই অঙ্গরাজ্যে জো বাইডেন ১৫৭৯ভোটে এগিয়ে পেছনে ফেলেন ট্রাম্পকে। মোট ৯৯ শতাংশ ভোট গণনার ফল পাওয়া গেছে। সেই হিসাবে, বাইডেন পেয়েছেন ২৪ লাখ ৫০ হাজার ১১৭ ভোট ; অন্যদিকে ট্রাম্প পেয়েছেন ২৪ লাখ ৪৮ হাজার ৫৩৮ ভোট। মাত্র ৪ হাজার ১৬৯ ভোট গণনা বাকি থাকা অবস্থায় অঙ্গরাজ্যের সেক্রেটারি অব স্টেট ব্র্যাড রাফেন্সবার্গার রাজ্যে প্রেসিডেন্ট নির্বাচনে নতুন করে ভোট গণনার ঘোষণা দিয়েছেন। জর্জিয়ায় ভোটের ফলাফল পুনঃগণনার কারণ, দুই প্রার্থীর মধ্যে মোট প্রাপ্ত ভোটের ব্যবধান ০.৫ শতাংশ

নিউইয়র্ক টাইমস জানায়, ডেমোক্রেটিক পার্টির প্রার্থী জো বাইডেন এখন পর্যন্ত ২৫৩টি ইলেক্টোরাল কলেজ ভোট পাচ্ছেন। আর রিপাবলিকান ট্রাম্প পাচ্ছেন ২১৪টি। ফক্স নিউজসহ কিছু গণমাধ্যম অবশ্য বাইডেনের ২৬৪টি ইলেক্টোরাল কলেজ ভোট পাওয়ার কথা জানাচ্ছে। মোট ৫৩৮টি ইলেক্টোরাল কলেজ ভোটের মধ্যে প্রেসিডেন্ট হতে প্রয়োজন ২৭০টি।

সিএনএন বলছে, হবু প্রেসিডেন্টের নিরাপত্তা বাড়িয়েছে সিক্রেট সার্ভিস। তার বাড়ি এলাকা ঘোষণা করা হয়েছে নো ফ্লাই জোন।

খুলনা গেজেট / এমএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!