বাংলাদেশের আগামী নির্বাচন পর্যবেক্ষণ করবে কিনা তা খতিয়ে দেখতে আগামী ৭ অক্টোবর যুক্তরাষ্ট্রের আগাম পর্যবেক্ষক দল ঢাকা আসবে বলে জানিয়েছেন মার্কিন দূতাবাসের মুখপাত্র ব্রায়ান শীলার।
বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) তিনি এ বিষয়টি নিশ্চিত করেন। তিনি আরও জানান, প্রতিনিধি দলটি ৭-১৩ অক্টোবর পর্যন্ত বাংলাদেশে অবস্থান করবে।
ছয়জনের প্রতিনিধি দলে ন্যাশনাল ডেমোক্র্যাটিক ইনস্টিটিউটের (এনডিআই) তিনজন ও ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউটের (আইআরআই) দুই-তিনজন বিশেষজ্ঞ থাকবেন।
সফরে প্রতিনিধি দলটি বাংলাদেশ নির্বাচন কমিশন, সরকারী সংস্থা, রাজনৈতিক দল, নাগরিক পর্যবেক্ষক, নারী ও যুব গোষ্ঠীসহ সুশীল সমাজ সংস্থা, বাংলাদেশ ও আন্তর্জাতিক মিডিয়া সংস্থা এবং বিদেশি কূটনৈতিক মিশনের সঙ্গে সাক্ষাত করবেন।
এদিকে বাংলাদেশে একটি ‘অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ’ নির্বাচনের ঘোষিত লক্ষ্যে সহযোগিতা করতে যুক্তরাষ্ট্র প্রস্তুত বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস।
তিনি বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রের লক্ষ্য নির্বাচনে হস্তক্ষেপ করা নয়। কে দেশ চালাবে তা স্বাধীনভাবে নির্বাচন করতে জনগণকে সহযোগিতা করাই তাদের লক্ষ্য।
রাষ্ট্রদূত হাস বলেন, ‘আমরা লক্ষ্যের সমর্থনে প্রায়শই কথা বলি।’
খুলনা গেজেট/ এএজে