খুলনা সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ্ব তালুকদার আঃ খালেক বলেছেন, সরকার দেয়া অনুদানে যারা অর্থ বাণিজ্য করে, নির্বাচনে তাদের বয়কট করুন। তাদের নির্বাচন করার কোন অধীকার নেই। কোন দূর্নীতি বাজ মেম্বার নির্বাচন করতে পারেনা। আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় আছে বলে এতো উন্নয়ন সম্ভব হয়েছে। আমি ৯১ সালে যখন রামপাল-মোংলায় আসি তখন এই জনপদ ছিলো অবহেলিত, নৌকা ছিলো একমাত্র বাহন। সুতরাং আগামী নির্বাচনে সৎ যোগ্য প্রতিনিধি নির্বাচন করে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ার লক্ষে সকলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করুন। ইউনিয়ন পরিষদ নির্বাচন হবে উৎসব মূখর, সবাই ভোট কেন্দ্রে যেয়ে আপনাদের পছন্দের প্রার্থীকে নির্বাচিত করুন। কোন ধরনের কাঁদা ছোড়াছুড়ি করবেন না।
বৃহস্পতিবার (১১ই মার্চ) সকাল ১০ টায় মোংলা উপজেলা আওয়ামী লীগের সভাপতি বাবু সুনিল কুমার বিশ্বাস এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তৃতায় খুলনা সিটি কর্পোরেশন মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক এ কথা বলেন। উপজেলা কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সাবেক রামপাল উপজেলা চেয়ারম্যান অধ্যাপক মোল্লা আঃ রউফ, মোংলা পোর্ট পৌরসভার মেয়র শেখ আব্দুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ ইব্রাহিম হোসেন, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব কামরুজ্জামান জসিম, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ ইকবাল হোসেন,ইউপি চেয়ারম্যান মোঃ ইস্রাফিল হোসেন হাওলাদার, মোল্লা মোঃ তরিকুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মোঃ আবু হানিফ ফকিরসহ জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
খুলনা গেজেট/ টি আই