খুলনা, বাংলাদেশ | ৮ পৌষ, ১৪৩১ | ২৩ ডিসেম্বর, ২০২৪

Breaking News

  শেখ হাসিনাকে ফেরত পাঠাতে ঢাকার চিঠি গ্রহণ করেছে দিল্লি, নিশ্চিত করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সহকারী মুখপাত্র
  ২০২৫ সালে দেশের সব সরকারি-বেসরকারি নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে ছুটি ৭৬ দিন, একটানা বন্ধ ২৮ দিন
  চাঁদপুরে মালবাহী জাহাজ থেকে ৭ মরদেহ উদ্ধার ; মুমূর্ষু ১
  ঢাকা দক্ষিণের সাবেক মেয়র সাঈদ খোকনের দেশত্যাগে নিষেধাজ্ঞা

যান্ত্রিক ত্রুটির কারণে রামপাল বিদ্যুৎকেন্দ্রে উৎপাদন বন্ধ

গেজেট ডেস্ক

দ্বিতীয় ইউনিট চালুর ১৩ দিনের মধ্যে আবারও বন্ধ হয়ে গেছে রামপাল তাপবিদ্যুৎকেন্দ্রের উৎপাদন। যান্ত্রিক ত্রুটির কারণে রোববার সকাল ছয়টার দিকে কেন্দ্রটির উৎপাদন বন্ধ হয়ে যায়।

বাংলাদেশ ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানি লিমিটেডের (বিআইএফপিসিএল) ব্যবস্থাপনা পরিচালক সাঈদ আকরামুল্লাহ এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘যান্ত্রিক ত্রুটির কারণে সকাল থেকে বিদ্যুৎকেন্দ্রটির উৎপাদন বন্ধ রয়েছে। সমস্যা সমাধান করে দ্রুত সময়ের মধ্যে আবারও উৎপাদন শুরু করা হবে বলে আশা করছি।’

এর আগে গত ২৪ অক্টোবর কেন্দ্রটির দ্বিতীয় ইউনিটের উৎপাদন শুরু হয়। সে সময় দ্বিতীয় ইউনিট থেকে ৪০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হয়।

চলতি বছরের ১৫ এপ্রিল যান্ত্রিক ত্রুটির কারণে রামপাল তাপবিদ্যুৎকেন্দ্রের উৎপাদন বন্ধ হয়ে যায়। ২০২২ সালের ১৭ ডিসেম্বর উৎপাদনে যাওয়ার পর থেকে যান্ত্রিক ও কয়লা সংকট নানা কারণে ১০ বার বন্ধ হয় রামপালে তাপবিদ্যুৎকেন্দ্রের উৎপাদন।

ভারত ও বাংলাদেশ ২০১০ সালে তাপবিদ্যুৎকেন্দ্র নির্মাণের উদ্যোগ নেয়। ২০১২ সালের ২৯ জানুয়ারি বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড এবং ভারতের এনটিপিসি লিমিটেডের মধ্যে একটি চুক্তি স্বাক্ষর হয়।

চুক্তি অনুযায়ী বাংলাদেশ-ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানি প্রাইভেট লিমিটেড তথা বিআইএফপিসিএল নামে কোম্পানি গঠন করা হয়। এ কোম্পানির অধীনে ১ হাজার ৩২০ মেগাওয়াট মৈত্রী সুপার থার্মাল পাওয়ার প্রজেক্ট (রামপাল) নামে তাপবিদ্যুৎকেন্দ্র নির্মাণ করা হয়।

খুলনা গেজেট/ টিএ




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!