খুলনা, বাংলাদেশ | ৩ অগ্রহায়ণ, ১৪৩১ | ১৮ নভেম্বর, ২০২৪

Breaking News

  বিচার বিভাগকে ঘুষ ও দুর্নীতিমুক্ত করার চেষ্টা হচ্ছে : ড. ইউনূস
  ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৩৮৯
  পতিত স্বৈরাচার শেখ হাসিনাকেও আমরা ভারত থেকে ফেরত চাইব : প্রধান উপদেষ্টা
র‍্যাব কর্মকর্তাদের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

যাঁদের নামে মার্কিন নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে, তা বস্তুনিষ্ঠ নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

গেজেট ডেস্ক

র‍্যাবের কর্মকর্তাদের ওপর মার্কিন নিষেধাজ্ঞা প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ‘যাঁদের নামে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে, আমি তো মনে করি—তাঁদের নামে নিষেধাজ্ঞা দেওয়াটা বস্তুনিষ্ঠ নয়। তারা (যুক্তরাষ্ট্র) বোধ হয় অতিরঞ্জিত কোনো খবর পেয়ে, সেটার ওপর ভিত্তি করে এটা করেছে।’ শুক্রবার এক ভিডিও বার্তায় এ কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

বাংলাদেশে গুরুতর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে শুক্রবার র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) সাবেক ও বর্তমান সাত কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা দেয় যুক্তরাষ্ট্র। গতকাল আন্তর্জাতিক মানবাধিকার দিবসে পৃথকভাবে এ নিষেধাজ্ঞা দেয় দেশটির রাজস্ব বিভাগ এবং পররাষ্ট্র দপ্তর।

র‍্যাবের যে কর্মকর্তারা মার্কিন রাজস্ব বিভাগের নিষেধাজ্ঞার আওতায় পড়েছেন, তাঁরা হলেন—র‍্যাবের সাবেক মহাপরিচালক বেনজীর আহমেদ, যিনি বর্তমানে বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) হিসেবে কর্মরত, র‌্যাবের বর্তমান মহাপরিচালক (ডিজি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন, অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন্স) খান মোহাম্মদ আজাদ, সাবেক অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন্স) তোফায়েল মোস্তাফা সরোয়ার, সাবেক অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন্স) মো. জাহাঙ্গীর আলম, সাবেক অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন্স) মো. আনোয়ার লতিফ খান।

যুক্তরাষ্ট্রের রাজস্ব বিভাগের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে বিশ্বে বিভিন্ন দেশের ১৫ জন ব্যক্তি এবং ১০টি প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। এর মধ্যে বাংলাদেশ ছাড়াও রয়েছে চীন, মিয়ানমার ও উত্তর কোরিয়ার বিভিন্ন কর্মকর্তা ও প্রতিষ্ঠান।

এ ছাড়া যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের পৃথক এক বিজ্ঞপ্তিতে র‍্যাবের সাবেক মহাপরিচালক বেনজীর আহমেদ এবং র‌্যাব-৭–এর সাবেক অধিনায়ক মিফতাহ উদ্দীন আহমেদের ওপর যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়ার তথ্য জানানো হয়েছে। কক্সবাজারের টেকনাফে ২০১৮ সালের মে মাসে পৌর কাউন্সিলর একরামুল হককে বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের ঘটনায় গুরুতর মানবাধিকার লঙ্ঘনে সম্পৃক্ত থাকার অভিযোগে তাঁদের বিরুদ্ধে এ নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে বলে জানায় মার্কিন পররাষ্ট্র দপ্তর।

 

খুলনা গেজেট/এনএম  




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!