খুলনা, বাংলাদেশ | ২০ পৌষ, ১৪৩১ | ৪ জানুয়ারি, ২০২৫

Breaking News

  ঘন কুয়াশায় দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ
গড় পাসের হার ৮৬.১৭

এসএসসিতে যশোর বোর্ডে কমেছে পাসের হার ও জিপিএ-৫

নিজস্ব প্রতিবেদক, যশোর

এবারের এসএসসি পরীক্ষায় যশোর শিক্ষাবোর্ডে পাসের হার ও জিপিএ-৫ কমেছে। পরীক্ষায় যশোরে বোর্ডে পাসের হার ৮৬.১৭। এ বছর জিপিএ-৫ পেয়েছে ২০ হাজার ৬১৭ জন পরীক্ষার্থী। যা গত বছরের তুলনায় ১০ হাজার কম। ২০২২ সালে পাসের হার ছিল ৯৫.১৭। জিপিএ-৫ পেয়েছিল ৩০ হাজার ৮৯২ জন।

এ নিয়ে শিক্ষাবোর্ডের পরীক্ষা বিভাগের কর্মকর্তা বলেছেন, করোনার কারণে গত বছর সব বিষয়ে পরীক্ষা গ্রহণ করা হয়নি। এ কারণে পাসের হার এবং জিপিএ-৫ বেশি ছিল। এ বছর সব বিষয়ে পরীক্ষা গ্রহণ করা হয়েছে এবং অনিয়মিত পরীক্ষার্থীর সংখ্যা বেশি থাকায় এ অবস্থা হয়েছে।

বোর্ডের পরীক্ষা বিভাগ থেকে পাওয়া তথ্যানুযায়ী, ২০২৩ সালে যশোর বোর্ড থেকে পরীক্ষায় অংশগ্রহণ করে ১ লাখ ৫৮ হাজার ৩৩০ জন পরীক্ষার্থী। এর মধ্যে বহিষ্কার হয় নয়জন। পাস করেছে ১ লাখ ৩৪ হাজার ২১৩ জন। জিপিএ-৫ পেয়েছে ২০ হাজার ৬১৭ জন পরীক্ষার্থী। জিপিএ-৪ থেকে ৫ এর মধ্যে ৪৫ হাজার ২১ জন, ৩.৫ থেকে ৪ এর মধ্যে ২৮ হাজার ৭৪৪, জিপিএ-৩ থেকে ৩.৫ এর মধ্যে ২৩ হাজার ৪২৫, জিপিএ-২ থেকে ৩ এর মধ্যে ১৬ হাজার ১৮ ও জিপিএ-১ থেকে ২ এর মধ্যে ৩৮৮ জন।

কৃতকার্য পরীক্ষার্থীর মধ্যে ছেলে ৬৫ হাজার ১৩৭ ও মেয়ে ৬৯ হাজার ৭৬ জন। বিজ্ঞান বিভাগ থেকে ২০ হাজার ৩৩৯ জন ছেলে ও ১৮ হাজার ৬১ জন মেয়ে পাস করেছে। ছেলেদের মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৮ হাজার ৬৩৬ ও মেয়েদের মধ্যে ৯ হাজার ৩০১ জন। মানবিক বিভাগ থেকে পাস করেছে ৩৫ হাজার ৫৮৮ জন ছেলে ও ৪৩ হাজার ৬১০ জন মেয়ে। এদের মধ্যে ৩০২ জন ছেলে ও ১ হাজার ৪০৪ জন মেয়ে জিপিএ-৫ পেয়েছে। ব্যবসায়ী শিক্ষা বিভাগ থেকে পাস করেছে ৯ হাজার ২১০ জন ছেলে ও ৭ হাজার ৪০৫ জন মেয়ে। এদের মধ্যে ৩০৯ জন ছেলে ও ৬৬৫ জন মেয়ে জিপিএ-৫ পেয়েছে।

বৃহস্পতিবার বেলা ১১টায় যশোর প্রেসক্লাব মিলনায়তনে শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক ডক্টর বিশ্বাস শাহিন আহম্মদ এ ফলাফল ঘোষণা করেন। এসময় তার সাথে বোর্ডের অন্যান্য কর্মকতারাও উপস্থিত ছিলেন।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!