খুলনা, বাংলাদেশ | ৪ আষাঢ়, ১৪৩১ | ১৮ জুন, ২০২৪

Breaking News

  কবি অসীম সাহা মারা গেছেন
  চট্টগ্রামের ফটিকছড়িতে মহিষের তাণ্ডবে বৃদ্ধের মৃত্যু
  রাজধানীতে প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে নিহত ২
দুদকের চার্জশিট

যশোর শিক্ষাবোর্ডের চাকরিচ্যুত সালামের কোটি টাকার অবৈধ সম্পদ

নিজস্ব প্রতিবেদক, যশোর

দুর্নীতির মাধ্যমে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে যশোর শিক্ষাবোর্ডের চাকরিচ্যুত হিসাব সহকারী আব্দুস সালামের বিরুদ্ধে আদালতে চার্জশিট দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। অভিযুক্তের বাড়ি যশোর উপশহরের ই-ব্লক এলাকায়। চার্জশিটে আব্দুস সালামের স্ত্রী রিক্তা খাতুন ও ভাই শহীদুল ইসলামকেও অভিযুক্ত করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের পিপি সিরাজুল ইসলাম।

দুদক সূত্র জানায়, আব্দুস সালামের বিরুদ্ধে দুর্নীতির মাধ্যমে অবৈধ সম্পদের অভিযোগ পাওয়ায় অনুসন্ধানে নামে দুদক। অনুসন্ধানে তার পৌনে ১ কোটি টাকার অবৈধ স্থাবর ও অস্থাবর সম্পদের তথ্য পাওয়া যায়। এরমধ্যে উপশহরের ই-ব্লকে ১৪৪ বর্গ গজ জমি, সদর উপজেলার মহাদেবপুর গ্রামে মোট ৭১ শতক জমি আব্দুস সালাম নিজ নামে ও তার স্ত্রী রিক্তা খাতুনের নামে কিনেছেন। শহরের বেজপাড়ায় স্ত্রী রিক্তা খাতুনের নামে শূন্য ৪ দশমিক ৪৭৩ একর জমি কিনে সেখানে ফ্ল্যাট নির্মাণ করছেন। ওই জমি কেনা এবং ফ্ল্যাট নির্মাণে আব্দুস সালাম নিজে অর্থ ব্যয় করেছেন। উপশহর ই-ব্লকে আব্দুস সালাম ও তার ভাই শহীদুল ইসলামের নামে থাকা শূন্য দশমিক শূন্য ১৭৬ শতক জমিতে ৬ তলার ভিতে এ পর্যন্ত ৪ তলা পর্যন্ত ভবন নির্মাণ কাজ করা হয়েছে। এসবের খরচ আব্দুস সালাম নিজেই ব্যয় করেছেন। এতে ব্যয় হয়েছে মোট ৭৭ লাখ ৭০ হাজার ৮১৫ টাকা।
অনুসন্ধান শেষে আব্দুস সালামকে আসামি করে ২০২৩ সালের ৩০ জুলাই দুদক কার্যালয়ে মামলা করেন সংস্থাটির সহকারী পরিচালক মোশাররফ হোসেন। এরপর মামলার তদন্ত শেষে চাকরিচ্যুত আব্দুস সালাম এবং অবৈধ সম্পদের মালিকানা থাকায় তার স্ত্রী রিক্তা খাতুন ও ভাই শহীদুল ইসলামের বিরুদ্ধে মঙ্গলবার চার্জশিট জমা দেয় দুদক।

খুলনা গেজেট/এএজে

 

 




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!