খুলনা, বাংলাদেশ | ১৪ পৌষ, ১৪৩১ | ২৯ ডিসেম্বর, ২০২৪

Breaking News

  ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে এক জনের মৃত্যু, হাসপাতালে ১০৪
  বগুড়ায় ট্রাকচাপায় বাবা-মেয়েসহ নিহত ৩
  আগামী বিজয় দিবসের আগে জুলাই গণহত্যার বিচার সম্পন্ন করা হবে : আসিফ নজরুল

যশোর যুবককে ছুরিকাঘাত

যশোর প্রতিনিধি

যশোর আইনজীবী সমিতির সামনে এক যুবককে ছুরিকাঘাত করেছে সন্ত্রাসীরা। আহত শরিফুল ইসলাম (৩২) শহরের আরএন রোড এলাকার আব্দুল ওহাবের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, শনিবার রাত ১০টার দিকে শরিফুল ও তার দুই বন্ধু মটরসাইকেলে যশোর আইনজীবী সমিতির ২ নং ভবনের সামনে চা পান করতে যান। চা পান শেষে তারা মটরসাইকেলে উঠার সময় আগে থেকে ওৎ পেতে থাকা দুইজনের একজন শরিফুলকে ছুরিকাঘাত করে। এসময় শরিফুলের সাথে থাকা দুইজনসহ স্থানীয়রা সন্ত্রাসীদের ধাওয়া করলে তারা টাউন হল মাঠের দিকে দৌড়ে পালিয়ে যায়। পরে শরিফুলকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। তবে কি কারণে তাদের ওপর এ হামলা চালানো হয়েছে, সেটা কেউ জানাতে পারেনি।

হাসপাতালের ইমার্জেন্সি মেডিকেল অফিসার অমিও দাস জানান, তার শরীর থেকে প্রচন্ড রক্তক্ষরণ হচ্ছিল। পরে অবস্থার অবনতি হলে তাকে খুলনা মেডিকেলে রেফার করা হয়েছে।

খুলনা গেজেট / এমএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!