এবারের এসএসসি পরীক্ষায় পাসের হারে দেশসেরা হয়েছে যশোর শিক্ষা বোর্ড। আর যশোর বোর্ডে পাসের হার ৯৬ দশমিক ১২ শতাংশ নিয়ে সেরা অবস্থানে সাতক্ষীরা জেলা। দ্বিতীয় অবস্থানে খুলনা। অপরদিকে যশোর বোর্ডে পাসের হারে তলানীতে রয়েছে মেহেরপুর। মেহেরপুরের পাসের হার ৮৪ দশমিক ৯৬ শতাংশ।
রোববার (১২ মে) প্রকাশিত যশোর শিক্ষা বোর্ডের ফলাফল বিশ্লেষণ করে এ তথ্য জানা গেছে।
প্রকাশিত ফলাফলে জানা যায়, এবারের এসএসসি পরীক্ষায় সাতক্ষীরা জেলা থেকে অংশ নেয় ১৭ হাজার ১১৬ জন শিক্ষার্থী। এর মধ্যে পাস করেছে ১৬ হাজার ৪৫২ জন শিক্ষার্থী। এ জেলায় পাসের হার ৯৬ দশমিক ১২ শতাংশ।
এছাড়া খুলনা জেলার পাসের হার ৯৪ দশমিক ৬০, বাগেরহাটের পাসের হার ৯১ দশমিক ২৭, কুষ্টিয়ার পাসের হার ৯১ দশমিক ৩৫, চুয়াডাঙ্গার পাসের হার ৯০ দশমিক ৮২, যশোরের পাসের হার ৯৪ দশমিক ২২, নড়াইলের পাসের হার ৯৩ দশমিক ২৪, ঝিনাইদহের পাশের হার ৮৯ দশমিক ৫৯ ও মাগুরার পাসের হার ৯১ দশমিক শূন্য ৯।
খুলনা গেজেট/এনএম