খুলনা, বাংলাদেশ | ১৭ পৌষ, ১৪৩১ | ১ জানুয়ারি, ২০২৫

Breaking News

  প্রতিবছর বই উৎসবের নামে আর্থিক অপচয়রোধে এখন থেকে অনলাইনে বই উৎসবের সিদ্ধান্ত, ৪১ কোটির মধ্যে ছয় কোটি বই স্কুলগুলোতে পাঠানো হয়েছে, বাকিগুলো ২০ জানুয়ারির মধ্যে দেওয়া হবে : এনসিটিবি চেয়ারম্যান
  জয়পুরহাটে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে জামায়াত নেতা নিহত

যশোর বোর্ডে বেড়েছে জিপিএ-৫

নিজস্ব প্রতি‌বেদক

উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষায় এবার যশোর বোর্ডে পাসের হার ৯৮ দশমিক ১১ শতাংশ। গত বছর এই হার ছিল শতভাগ। এ বছর বেড়েছে জিপিএ-৫ প্রাপ্তিও। জিপিএ-৫ পেয়েছে ২০ হাজার ৮৭৮ জন। গত বছর এই সংখ্যা ছিল ১২ হাজার ৮৯২ জন। জিপিএ-৫ বেড়েছে ৭ হাজার ৯৮৬ জন শিক্ষার্থীর।

রোববার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে প্রকাশিত ফলে এ চিত্র উঠে এসেছে। যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মাধব চন্দ্র রুদ্র এ ফল নিশ্চিত করেন।

যশোর বোর্ডের প্রকাশিত ফল থেকে জানা যায়, এ বছর যশোর বোর্ড থেকে এক লাখ ২৮ হাজার ১৬৩ শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশ নিয়েছে।

এর মধ্যে উত্তীর্ণ হয়েছে এক লাখ ২৫ হাজার ৭৪৮ জন। উত্তীর্ণদের মধ্যে ছাত্র ৬১ হাজার ৬৩৫ এবং ছাত্রী ৬৪ হাজার ১০৬ জন।

গত বছর এই বোর্ড থেকে এক লাখ ২১ হাজার ৫২৮ শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল। এর মধ্যে শতভাগ উত্তীর্ণ হয়েছিল।

এ বছর যশোর বোর্ডে বিজ্ঞান বিভাগ থেকে ১৮ হাজার ৯৭০ শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে উত্তীর্ণ হয়েছে ১৮ হাজার ২১ জন। পাসের হার ৯৫ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ১০ হাজার ৩৮৮ জন।

মানবিক বিভাগ থেকে এইচএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল ৯১ হাজার ৯৮৫ জন। উত্তীর্ণ হয়েছে ৯১ হাজার ২৩০ জন। পাসের হার ৯৯ দশমিক ১৮ শতাংশ। এ বিভাগ থেকে জিপিএ-৫ পেয়েছে ৮ হাজার ৫৭৬ জন।

ব্যবসায় শিক্ষা বিভাগের ১৭ হাজার ২০৮ ছাত্র-ছাত্রীর মধ্যে পাস করেছে ১৬ হাজার ৪৯০ জন। পাসের হার ৯৫ দশমিক ৮৩ শতাংশ। এই বিভাগ থেকে জিপিএ-৫ পেয়েছে ১ হাজার ৯১৪ জন শিক্ষার্থী।

খুলনা গেজেট/ এস আই




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!