খুলনা, বাংলাদেশ | ১৫ ফাল্গুন, ১৪৩১ | ২৮ ফেব্রুয়ারি, ২০২৫

Breaking News

  নতুন রাজনৈতিক দল এনসিপির আত্মপ্রকাশ আজ
  অপারেশন ডেভিল হান্টে ২৪ ঘণ্টায় সারাদেশে গ্রেপ্তার ৭৪৩

যশোর বোর্ডে পাশের হারে শীর্ষে খুলনা, এগিয়ে মেয়েরা

নিজস্ব প্রতিবেদক

যশোর বোর্ডে পাশের হারে শীর্ষ অবস্থান করছে খুলনা জেলা। এ বছর যশোর বোর্ডে গড় পাশের হার ৬৯ দশমিক ৮৮ শতাংশ। এর মধ্যে খুলনা জেলায় পাশের ৮০ দশমিক ০৪ শতাংশ। পাশের হারে ছেলেদের তুলনায় এগিয়ে রয়েছে খুলনার মেয়েরা।

যশোর বোর্ডের পরিসংখ্যানে দেখা গেছে, এবারের এইচএসসি পরীক্ষায় খুলনার ১০২টি কলেজের ২১ হাজার ১৭৯ জন শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে পাস করেছে ১৬ হাজার ৯৫১ জন শিক্ষার্থী।

পাশের হারে ছেলেদের তুলনায় এগিয়ে রয়েছে মেয়েরা। খুলনার কলেজগুলো থেকে এ বছর ১০ হাজার ৯৪৬ জন ছেলে পরীক্ষার্থী অংশ নেন। এর মধ্যে পাশ করেছেন ৮ হাজার ৪৭০ জন। পাশের হার ৭৭ দশমিক ৩৮ শতাংশ।

অন্যদিকে ১০ হাজার ২৩৩ জন মেয়ে পরীক্ষার্থী অংশ নেন। এর মধ্যে পাশ করেছেন ৮ হাজার ৪৮১ জন। পাশের হার ৮২ দশমিক ৮৮ শতাংশ।

খুলনা গেজেট/ এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!