এইচএসসি পরীক্ষার খাতা পুনর্নিরীক্ষণে যশোর বোর্ডে ফলাফলে ব্যাপক পরিবর্তন হয়েছে। আবেদন করে ফেল থেকে পাস করেছে ২৮ জন শিক্ষার্থী। আর নতুন করে জিপিএ-৫ পেয়েছে ১৫ জন পরীক্ষার্থী। এদের মধ্যে একজন পরীক্ষার্থী ফেল থেকে জিপিএ-৫ পেয়েছে।
মঙ্গলবার (২৬ ডিসেম্বর) এইচএসসি ও সমমান পরীক্ষার খাতা পুনর্নিরীক্ষার প্রকাশিত ফলাফলে এসব তথ্য জানা গেছে।
যশোর শিক্ষাবোর্ড সূত্রে জানা যায়, চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষায় অংশ নেয় ১৩ লাখ ৫৯ হাজার ৩৪২ জন শিক্ষার্থী। এরমধ্যে পাস করে ১০ লাখ ৬৭ হাজার ৮৫২ জন পরীক্ষার্থী। এবার ১১টি শিক্ষাবোর্ডে গড় পাসের হার ৭৮ দশমিক ৬৪ শতাংশ। ফলাফলে যশোর বোর্ডের আট হাজার ১২২ জন পরীক্ষার্থী জিপিএ-৫ অর্জন করে। এ বোর্ডে ৬৯ দশমিক ৮৮ শতাংশ শিক্ষার্থী পাস করেছে। এরপর পরীক্ষায় কাঙ্খিত ফলাফল না পাওয়া শিক্ষার্থীরা পরদিন থেকেই খাতা পুনর্নিরীক্ষণের আবেদন করেছিলেন। শিক্ষাবোর্ডে উত্তরপত্র পুনর্মূল্যায়নের আবেদনকারীর মোট সংখ্যা ছিল ৬৫ হাজার ৩৬৫টি। এরপর মঙ্গলবার প্রকাশিত ফলাফল অনুযায়ী, ১৩৯ জনের ফলাফল পরিবর্তন হয়েছে। এরমধ্যে ফেল থেকে পাস করেছে ২৮ জন শিক্ষার্থী। আর নতুন করে জিপিএ-৫ পেয়েছে ১৫ জন পরীক্ষার্থী। এদের মধ্যে একজন পরীক্ষার্থী ফেল থেকে জিপিএ-৫ পেয়েছে বলে ফলাফল সূত্রে জানা গেছে।
খুলনা গেজেট/কেডি