যশোরের বাঘারপাড়া উপজেলার পল্লী থেকে এক ইজিবাইক চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। ইজিবাইক ছিনিয়ে নিয়ে তাকে শ্বাসরোধে হত্যা করা হয় বলে পুলিশ ধারণা করেছে। পুলিশ ছিনতাইকৃত ইজিবাইকটি উদ্ধার করলেও হত্যাকারীদের আটক করতে পারেনি।
শনিবার দুপুরে উপজেলার বুধোপুর গ্রামের বাঘারপাড়া-যশোর (শেরশাহ সড়ক) সড়কের পাশের একটি লিচু বাগান থেকে পুলিশ তার মৃতদেহ উদ্ধার করে।
নিহত ইজিবাইক চালকের নাম আলামিন মোল্লা (২২)। তিনি মাগুরার শালিখা উপজেলার হরিশপুর গ্রামের মোস্তাফিজুর রহমানের ছেলে। গত বুধবার মাগুরার সীমাখালী বাজার থেকে যাত্রী নিয়ে তিনি যশোরের বাঘারপাড়া উপজেলার নারিকেলবাড়িয়ায় যাওয়ার পথে নিখোঁজ হন। এরপর তার মৃতদেহ বাঘারপাড়া থেকে উদ্ধার হয়েছে।
বাঘারপাড়া থানা পুলিশ জানায়, আলামিন মোল্লা গত বুধবার সন্ধ্যায় মাগুরার সীমাখালী থেকে তিনজন যাত্রী নিয়ে যশোরের বাঘারপাড়া উপজেলার নারিকেলবাড়িয়ার পথে রওনা হয়। এরপর থেকে তিনি গত তিনদিন নিখোঁজ ছিলেন। পরিবারের সদস্যরা তাকে খুঁজে কোথাও না পেয়ে মাগুরার শালিখা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। এ ব্যাপারে এলাকায় মাইকিংও করেছিলেন তাঁর স্বজনেরা। শুক্রবার দুপুরে যশোর সদর উপজেলার চাঁচড়া এলাকা থেকে তার ব্যাটারিচালিত ইজিবাইকটি উদ্ধার করে চাঁচড়া ফাঁড়ির পুলিশ। তবে ইজিবাইকে কোন ব্যাটারি ছিল না। এরপর শনিবার দুপুরে তার লাশ উদ্ধার হয়েছে। লাশের মুখে একাধিক ক্ষত চিহ্ন রয়েছে। পুলিশের ধারণা, তাঁকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।
এলাকাবাসী জানায়, শনিবার সকালে বাঘারপাড়া উপজেলার বুধোপুর গ্রামের বাঘারপাড়া-যশোর সড়কের পাশে একটি লিচু বাগানে আলামিন মোল্লার মৃতদেহ পড়ে ছিল। এলাকাবাসী দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। এরপর দুপুর সাড়ে ১২টার দিকে বাঘারপাড়া থানা থেকে পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধার করে।
এ ব্যাপারে বাঘারপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) ফিরোজ উদ্দীন বলেন, ইজিবাইক চালক আলামিন মোল্লার লাশ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশটি যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। ঘটনাটি তদন্ত করা হচ্ছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।
খুলনা গেজেট/এএ