যশোরের শেখহাটিতে প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রে ডাকাতির ঘটনায় জড়িত সবাইকে শনাক্ত করেছে পিবিআই যশোর। এছাড়া ওই ডাকাতির প্রধান আসামি ফয়সালকে গ্রেপ্তার করা হয়েছে। সে শংকরপুরের মহিলা মাদ্রাসার এলাকার মৃত আজাহার আলীর ছেলে। তার বিরুদ্ধে হত্যা, অস্ত্র, মাদক ও চুরিসহ ৬টি মামলা রয়েছে। ফয়সলসহ এ নিয়ে ৩ জন গ্রেপ্তার হয়েছে ওই মামলায়।
পিবিআই জানিয়েছে, ২০১৯ সালের ২৮ আগস্ট রাতে যশোর শেখহাটি হাইকোর্ট মোড়ের এ্যাগ্রো ভবন এ/২ নিচতলায় সমাজসেবা অধিদপ্তর পরিচালিত প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রে ডাকাতি হয়। তারা ক্লাপসিবল গেটের লক কেটে অফিসের মধ্যে প্রবেশ করে। এ ঘটনায় কোতোয়ালি থানায় মামলা হয়, যার নম্বর ৮১। পুুলিশ হেড কোয়াটার্সের নির্দেশে মামলাটির তদন্তভার গ্রহণ করে পিবিআই। এসআই দ্বৈপায়ন মন্ডল ফোর্সসহ অভিযান পরিচালনা শুরু করেন। ৫ অক্টোবর রাত ১ টায় পাকড়াও করা হয় ফয়সাল হোসেনকে। পুলেরহাট এলাকার কৃষ্ণবাটি রেললাইন সংলগ্ন বস্তি থেকে আটক করা হয় তাকে। এর আগে ডাকাতি ঘটনায় অভিযুক্ত হাবিব ওরফে ডাকাত হাবিবকে আটক করা হয়। সে জবানবন্দিতে ফয়সল হোসেন জড়িত বলে বিজ্ঞ আদালতে স্বীকারোক্তি দেয়। অভিযুক্ত রাশিদুল, শামীম ও ফয়সাল ছাড়াও একাধিক দুর্বৃত্ত ডাকাতিতে জড়িত।
এ ব্যাপারে পিবিআই যশোরের পুলিশ সুপার রেশমা শারমিন জানিয়েছেন, যতœ সহকারে মামলাটির তদন্ত চলছে। লুন্ঠিত অন্যান্য মালামাল উদ্ধার ও জড়িত ব্যক্তিদের আটকে অভিযান পরিচালনা অব্যাহত রয়েছে। অভিযুক্ত ফয়সাল হোসেনকে ৬ অক্টোবর আদালতে সোপর্দ করলে সে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছে।
খুলনা গেজেট / এমএম