যশোর পৌরসভার নবনির্বাচিত মেয়র হিসেবে শপথ নিয়েছেন হায়দার গণি খান পলাশ। মঙ্গলবার বিকেলে খুলনা বিভাগীয় কমিশনারের সম্মেলন কক্ষে কমিশনার ইসমাইল হোসেন তাকে শপথ বাক্য পাঠ করান।
অনুষ্ঠানে নবনির্বাচিত আটজন ওয়ার্ড কাউন্সিলর ও তিনজন সংরক্ষিত আসনের নারী কাউন্সিলরও শপথ গ্রহণ করেন। এক নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সাহিদুর রহমান রিপন মামলায় কারাগারে আটক থাকায় শপথ গ্রহণ করতে পারেননি। শপথের পর বিভাগীয় কমিশনার নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলরদের জনগণের পাশে দাঁড়িয়ে তাদের ওপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালনের আহ্বান জানান। এছাড়া, বিভাগীয় কমিশনারের সাথে একান্তে আলাপ করেন মেয়র হায়দার গণি খান পলাশ।
শপথ গ্রহণ শেষে সন্ধ্যা ৭টায় মেয়র হায়দার গণি খান পলাশ যশোর পৌরসভায় যান। এসময় তিনি বলেন, পৌরসভাকে স্বচ্ছ, জবাবদিহিমূলক ও আধুনিকায়ন করতে সর্বস্তরের নাগরিককে সাথে নিয়ে কাজ করে যাবেন। এ বিষয়ে সবার সহযোগিতা কামনা করেন তিনি।
গত ৩১ মার্চ অনুষ্ঠিত যশোর পৌরসভা নির্বাচনে মেয়র পদে নৌকা প্রতীকের প্রার্থী ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা হায়দার গণি খান পলাশ বিজয়ী হন।
শপথ গ্রহণ করা নবনির্বাচিত কাউন্সিলররা হলেন, দুই নম্বর ওয়ার্ডের রাশেদ আব্বাস রাজ, তিন নম্বর ওয়ার্ডের মোকসিমুল বারী অপু, চার নম্বর ওয়ার্ডের জাহিদ হোসেন মিলন, পাঁচ নম্বর ওয়ার্ডের রাজিবুল আলম, ছয় নম্বর ওয়ার্ডের হাজী আলমগীর কবির সুমন, সাত নম্বর ওয়ার্ডের সাহেদ হোসেন নয়ন, ৮ নম্বর ওয়ার্ডের প্রদীপ কুমার নাথ বাবলু, নয় নম্বর ওয়ার্ডের অ্যাডভোকেট আসাদুজ্জামান বাবলু, সংরক্ষিত নারী আসনের কাউন্সিলর আইরিন পারভীন ডেইজি, নাসিমা আক্তার জলি এবং রোকেয়া পারভীন ডলি।
খুলনা গেজেট/এমএইচবি