খুলনা, বাংলাদেশ | ১২ পৌষ, ১৪৩১ | ২৭ ডিসেম্বর, ২০২৪

Breaking News

  জাহাজে ৭ খুনে জড়িতদের বিচার দাবিতে সারাদেশে নৌযান শ্রমিকদের লাগাতার কর্মবিরতি শুরু
  মারা গেছেন ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং

যশোর ডিবি পুলিশের অভিযানে ছিনতাইকৃত ইজিবাইক ফিরে পেল রফিজ

যশোর প্রতিনিধি

নড়াইলের চাকরি গ্রামের রফিজ গাজী। তার জীবিকা নির্বাহের একমাত্র অবলম্বন ইজিবাইক। গত ২৮ জুলাই যাত্রী সেজে এক ব্যক্তি তার গাড়ি ভাড়া করে যশোরের অভয়নগরের দেয়াপাড়া ব্রিজ এলাকায় নিয়ে যায়। সেখান থেকে যায় বসুন্দিয়ায়।

এরপর এক বাড়িতে দুপুরের খাবার খায় তারা। এর কিছু সময় পর অচেতন হয়ে পড়েন রফিজ। ৫ দিন পর জ্ঞান ফিরে দেখেন তার ইজিবাইক নগদ টাকা ও মোবাইল ফোন নেই। পরে পুলিশের আশ্রয় নেন তিনি। ডিবি পুলিশের সহযোগিতায় তিনি ইজিবাইকটি ফিরে পেয়েছেন।

এ বিষয়ে ওসি সুমন দাস জানান, পুলিশের কাছে অভিযোগ করলে তদন্তের দায়িত্ব পায় ডিবি। এরপর তার নেতৃত্বে একটি টিম গোপালগঞ্জ সদর উপজেলার গোলাবাড়ীয়া এলাকায় অভিযান চালিয়ে চক্রের মূল হোতা আলম ফারাজী ও রবিউল ইসলাম নামে দুই জনকে আটক করে। এরপর তাদের দেয়া তথ্য মতে কুষ্টিয়া জেলায় অভিযানে নামে।

এরপর কুষ্টিয়া সদর উপজেলার চোড়হাস ফুলতলা এলাকার মিজানুর রহমানের গ্যারেজ থেকে ১৮টি ইজি বাইক উদ্ধার করা হয়। তার মধ্যে রফিজের ইজিবাইকও ছিলো। গত বুধবার আদালতের নির্দেশে তার কাছে ইজিবাইকটি হস্তান্তর করা হয়।

এ বিষয়ে রফিজ বলেন, ইজিবাইকটি তার শেষ সম্বল ছিলো। পুলিশের সহযোগিতায় ইজিবাইক ফিরে পেয়ে তিনি যেন নতুন জীবন ফিরে পেয়েছেন।

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!