যশোর-ঝিনাইদহ সড়কের সাতমাইল কাজী নজরুল ইসলাম ডিগ্রি কলেজের সামনে যাত্রীবাহী বাস উল্টে ৭ জন যাত্রী আহত হয়েছেন। এদেরমধ্যে তিনজনকে জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে, বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
এলাকাবাসী ও পুলিশ সূত্র জানিয়েছে, শনিবার সকাল ৮ টার দিকে রূপসা পরিবহনের একটি যাত্রীবাহী বাস (খুলনা মেট্রো-ব-১১-০১২৪) কুষ্টিয়ার দিকে যাচ্ছিল। পথে যশোর-ঝিনাইদহ সড়কের সাতমাইল কাজী নজরুল ইসলাম ডিগ্রি কলেজের সামনে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এসময় গাড়িতে থাকা ৭ জন যাত্রী আহত হন।
এলাকাবাসী তাদেরকে উদ্ধার করে স্থানীয়ভাবে চিকিৎসা দেয়। এদেরমধ্যে তিনজনকে জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে ও বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়েছে। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।
স্থানীয় সাজিয়ালী ফাঁড়ি পুলিশের এসআই সুকুমার কুন্ডু বলেন, দ্রুতগতির কারণে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে যায়। এতে কোন হতাহতের ঘটনা ঘটেনি। তবে কয়েকজন যাত্রী আহত হয়েছেন। বাসটি উদ্ধারের জন্য পুলিশলাইনের উদ্ধারকারী টিমকে খবর দেয়া হয়েছে।
খুলনা গেজেট/ এস আই