যশোর-ঝিনাইদহ সড়কের বারীনগর কাজী নজরুল ইসলাম ডিগ্রি কলেজের সামনে সড়ক দুর্ঘটনায় দু’জন নিহত ও দু’জন আহত হয়েছেন। নিহতরা হলেন, ঝিনাইদহ সদর উপজেলার আরিফপুর গ্রামের আব্দুল মোতলেবের ছেলে থ্রি হুইলার চালক রুহুল আমিন (৩২) ও আব্দুল কাদেরের ছেলে ইউসুফ আলী (৪০)। আহতরা হলেন, একই গ্রামের মনোয়ার হোসেন (৫৬) ও আব্দুল বারেকের ছেলে সোহবার হোসেন (৪৫)।
পুলিশ ও এলাকাবাসী জানিয়েছে, শনিবার বিকেলে পিকনিকের গাড়ি ভাড়া করতে থ্রি হুইলারযোগে নয়জন ঝিনাইদহ থেকে যশোরে আসেন। এ কাজ শেষে সন্ধ্যায় তারা ফিরে যাচ্ছিলেন। পথিমধ্যে সদর উপজেলার বারীনগর কাজী নজরুল ইসলাম ডিগ্রি কলেজের সামনে একটি মালবাহী ট্রাক তাদের বহনকারী থ্রি হুইলারকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ইউসুফ আলীর মৃত্যু হয়।
পরে স্থানীয়রা থ্রি হুইলারের আহত চালক রুহুল আমিন, মনোয়ার হোসেন ও সোহরাব হোসেনকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা ছয়টা ১৫ মিনিটে থ্রি হুইলার চালক রুহুল আমিনের মৃত্যু হয়।
জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের ডাক্তার জসিম উদ্দীন জানান, আহত দু’জনের অবস্থা গুরুতর। তাদের সার্জারি ওয়ার্ডে প্রেরণ ও যথাযথ চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।
খুলনা গেজেট/ এস আই