যশোর জেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম মিলন করোনায় আক্রান্ত হয়েছেন। সোমবার নমুনা পরীক্ষার ফলাফলে নিশ্চিত হয়েছেন তিনি করোনাভাইরাসে সংক্রমিত হয়েছেন। গত ২৯ আগস্ট তার নমুনা পরীক্ষার জন্য যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জিনোম সেন্টারে পাঠানো হয়। সেখানে তার নমুনা পজিটিভ হয়। বর্তমানে তিনি নিজ বাড়িতেই আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন বলে নিশ্চিত করেছেন সিভিল সার্জন ডাক্তার শেখ আবু শাহীন।
শহিদুল ইসলাম মিলন বলেন, সপ্তাহ খানেক তার জ্বর, সর্দি, হাঁচি-কাশি এবং গলা ব্যথায় ভুগছিলেন। এ উপসর্গের কারণে তিনি বাড়িতে আইসোলেশনে থাকা শুরু করেন। গত ২৯ আগস্ট তিনি নমুনা দেন পরীক্ষার জন্য, পরদিন রেজাল্ট পজিটিভ এসেছে। বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শে ওষুধ সেবন করছেন। বর্তমানে জ্বর ও কাশি ছাড়া কোনো উপসর্গ নেই। তার আশু রোগ মুক্তির জন্য সকলের কাছে তিনি দোয়া প্রার্থনা করেছেন।
খুলনা গেজেট/এমবিএইচ