যশোর কিশোর উন্নয়ন কেন্দ্র থেকে ৮ কিশোর পালিয়েছে। সোমবার (৭ ডিসেম্বর) সকালে উন্নয়ন কেন্দ্রের তত্বাবধায়ক জাকির হোসেন বিষয়টি কোতোয়ালি থানা পুলিশকে জানান। বিষয়টি নিশ্চিত করেছেন শহরের চাঁচড়া ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর রকিবুজ্জামান।
ইনচার্জ ইন্সপেক্টর রকিবুজ্জামান জানান, ভোর রাতের দিকে বাথরুমের জানালা ভেঙে এই ৮ কিশোর পালিয়ে যায় বলে তাদেরকে জানানো হয়েছে। বিষয়টি তারা তদন্ত করে দেখছেন। উন্নয়ন কর্তৃপক্ষের ধারণা, এ কাজে ডিউটিতে থাকা আনসার সদস্যের সহযোগিতা ছিলো। কারণ যে জানালাটি ভাঙা হয়েছে তার মাত্র দুহাত দুরেই আনসার ডিউটিতে ছিল। কীভাবে তারা পালালো তার তদন্ত শেষ না করেই কিছুই বলা যাচ্ছে না। তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে।