যশোর চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের নাজির খানার বৈদ্যুতিক লাইট ও ওয়াশ রুমের পানির ট্যাপ চুরি করতে গিয়ে হাতেনাতে ধরা পড়েছে এক যুবক। এ সময় তাকে উত্তম মাধ্যম দিয়ে পুলিশে সোপর্দ করা হয়েছে। আটক আব্দুল কাদের শহরের খালধার রোড বরফকল এলাকার আবুল কাশেমের ছেলে।
এ ঘটনায় আদালতের ভারপ্রাপ্ত নাজির শাহ আলম বাদী হয়ে কোতোয়ালি থানায় মামলা করেছেন।
মামলায় তিনি উল্লেখ করেন, বুধবার সকালে কাদের নাজির খানায় প্রবেশ করে কৌশলে বৈদ্যুতিক লাইট ও ওয়াশরুমের পানির ট্যাপ খুলে নেয়। এরপর তা নিয়ে আদালত থেকে বের হয়ে যাচ্ছিলো। এসময় পরিচ্ছন্ন কর্মী তুষার তাকে দেখে চিৎকার দেয়। এরপর আশপাশের লোকজন এসে কাদেরকে ধরে ফেলে ও তার কাছ থেকে চুরি যাওয়া মালামাল উদ্ধার করা হয়। এসময় বিক্ষুব্ধ জনতা তাকে উত্তম মাধ্যম দিয়ে পুলিশে সোপর্দ করে। তাকে বৃহস্পতিবার (৮ মে) আদালতে সোপর্দ করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
খুলনা গেজেট/এমএনএস