খুলনা, বাংলাদেশ | ২৭ পৌষ, ১৪৩১ | ১১ জানুয়ারি, ২০২৫

Breaking News

  আন্তর্জাতিক ক্রিকেট থেকে তামিম ইকবালের অবসর ঘোষণা
  বছরের প্রথম দশ দিনে হাসপাতালে ৫২৮ ডেঙ্গু রোগী, মৃত্যু ৩
ঈদের আগে ও পরে ১৬ দুর্ঘটনায় ১৫ জন নিহত

যশোরে ৬টি সড়কে ৪৮ দুর্ঘটনা প্রবণ স্পট চিহ্নিত

নিজস্ব প্রতিবেদক, যশোর

যশোরে ঈদুল ফিতরের আগে ও পরে গত একমাসে সড়ক দুর্ঘটনায় ১৫ জন নিহত ও ২১ জন আহত হয়েছেন। এ সময়ে ১৬টি দুর্ঘটনা ঘটে। এ বিষয়ে বিআরটিএ ও ট্রাফিক বিভাগ জরিপ করে ৬টি সড়কে ৪৮টি দুর্ঘটনা প্রবণ স্পট চিহ্নিত করেছে। এসব স্পটে ঈদুল ফিতরে দুর্ঘটনার বেশিরভাগই ছিল মোটরসাইকেল।

সূত্র জানায়, দুর্ঘটনা কবলিত ওই ৪৮টি স্পটে প্রতিরোধের চেষ্টা চালাচ্ছে জেলা প্রশাসন। এ লক্ষ্যে যশোর-খুলনা, যশোর-নড়াইল, যশোর-মাগুরা, যশোর-বেনাপোল, যশোর-চুকনগর ও যশোর-ঝিনাইদহ মহাসড়কের ৪৮টি বিপদজনক স্পট চিহ্নিত করেছে বিআরটিএ ও ট্রাফিক বিভাগ। এসব স্থানে দুটি বিভাগই পালন করবে বিশেষ কর্মসূচি। সচেতনতামূলক কার্যক্রমের পাশাপাশি চলবে স্পিডগান দিয়ে গতি পরিমাপ, সর্তকতামূলক সাইন স্থাপন এবং সড়ক আইন অমান্যকারীদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান। বেপরোয়া বাইক চালানো রুখতে থাকবে জেলা পুলিশের বিশেষ তদারকি। আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখতে সিসি ক্যামেরার পরিধি বাড়ানো হবে। আগে থেকে স্থাপিত যেসব সিসি ক্যামেরা অচল হয়ে আছে, সেগুলো সচল করা হবে। এটি করতে যশোর পৌরসভাকে দায়িত্ব দেয়া হয়েছে।

একইসাথে বন্ধন এক্সপ্রেস ট্রেনে চোরাচালান প্রতিরোধ ও মাদক প্রতিরোধে চালানো হবে জেলা প্রশাসন, পুলিশ, বিজিবি, র‌্যাবের সমন্বিত অভিযান। ধর্মীয় ইস্যুতে কোনো নেতিবাচক খবর প্রচারের বিরুদ্ধে ধর্মীয় নেতাদের সতর্ক থাকার আহবান জানানো হয়। রোববার দুপুরে যশোর কালেক্টরেট সভাকক্ষে জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় এসব সিদ্ধান্ত গৃহীত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক তমিজুল ইসলাম খান। গত মাসের আইনশৃঙ্খলা পরিস্থিতি উপস্থাপন করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এসএম শাহীন।

সভায় যশোরের ৬টি সড়কের ৪৮টি বিপদজনক স্পট সম্পর্কে জানানো হয়, যশোর-খুলনা মহাসড়কের মুড়লি মোড়, রাজারহাট, গোপালপুরের দু’টি মোড়, চাউলিয়া তেল পাম্পের সামনের বাঁক, দোলনঘাটা মোড়, নিটল সিমেন্ট ফ্যাক্টরির সামনে, বসুন্দিয়া মোড়, নওয়াপাড়া রেলগেট, যশোর-নড়াইল মহাসড়কের মণিহার মোড়, নীলগঞ্জ মোড়, রুস্তমপুর চৌরাস্তা, করিমপুর মোড়, শ্রীরামপুর মোড়, আয়াপুর মোড়, দাঁতপুর মোড়, কাওরাবাড়ি মোড়, সন্যাসী বটতলা মোড়, বাউলিয়া মোড়, দায়তলা ফতেপুর, দহলা পাম্পের মোড়, যশোর-মাগুরা মহাসড়কের নিউমার্কেট মোড়, নিউমার্কেট মাইক্রোস্ট্যান্ড, রাজাপুর হুদোর মোড়, পাঁচবাড়িয়া আমতলা মোড়, কোদালিয়া মোড়, কেস্টপুর মোড়, গাইদঘাট মোড়, যশোর-বেনাপোল মহাসড়কের শংকরপুর বাবলাতলা মোড়, চাঁচড়া মোড়, পুলেরহাট বাজার মোড়, বেনেয়ালী মোড়, নাভারণ-সাতক্ষীরা মোড়, যশোর-চুকনগর মহাসড়কের সতীঘাটা ব্রিজের আগে ও পরে, কামালপুর মোড়, কুয়াদা বাজার মোড়, বেগারীতলা মোড়, মণিরামপুর বাজার, রাজগঞ্জ মোড়, মণিরামপুর বাজার, আলতাপোল মোড়, মঙ্গলকোট বাজার, যশোর-ঝিনাইদহ মহাসড়কের আরবপুর মোড়, পালবাড়ি মোড়, শানতলা পেপসি গেট মোড়, বিজয়নগর মোড়, চুড়ামনকাটি মোড়, বারীনগর কলেজ গেট মোড়, মশিয়াহাটি মোড় ও রঘুনাথপুর মোড় বিপদজনক স্পট।

এসব স্পটে দুর্ঘটনা প্রতিরোধে জেলা ও উপজেলা প্রশাসন, জেলা পুলিশ, হাইওয়ে পুলিশ, সড়ক ও জনপথ বিভাগ এবং বিআরটিএ সমন্বিতভাবে প্রতিরোধমূলক কার্যক্রম চালাবে। ঈদুল ফিতরের আগে এসব স্পটে ১৬টি দুর্ঘটনায় ১৫ জন নিহত ও ২১ জন আহত হয়েছেন। যার বেশিরভাগই মোটরসাইকেল দুর্ঘটনা কবলিত হয়েছে। এ কারণে স্পটগুলোতে বিশেষ প্রতিরোধমূলক কার্যক্রম চালাবে জেলা প্রশাসন, ট্রাফিক বিভাগ ও বিআরটিএ কর্তৃপক্ষ।

সভায় পুলিশ সুপার প্রলয়কুমার জোয়ারদার, বিজিবির সহ অধিনায়ক মেজর মোহাম্মদ সেলিমুদ্দৌজা, মণিরামপুর উপজেলা নির্বাহী অফিসার জাকির হোসেন, আইনজীবী সমিতির সভাপতি মোহাম্মদ ইসহক, বিআরটিএ যশোরের সহকারী পরিচালক এসএম মাহফুজুর রহমান, বাজার বিপণন কর্মকর্তা রবিউল ইসলাম, প্রবীণ শিক্ষাবিদ মশিউল আজম, দুপ্রক যশোরের সভাপতি মিজানুর রহমান, রাইটস যশোরের নির্বাহী পরিচালক বিনয় কৃষ্ণ মল্লিক, প্রভাষক মিজানুর রহমান, সাবেক কাউন্সিলর সন্তোষ দত্ত প্রমুখ।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!