যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি) জিনোম সেন্টারে পরীক্ষায় আরো ৫৬ জনের নতুন করে করোনা শনাক্ত হয়েছে। নমুনার সবগুলোই যশোর জেলার।
বিশ্ববিদ্যালয়ের অণুজীব বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ও পরীক্ষণ দলের সদস্য ড. তানভীর ইসলাম জানান, বুধবার রাতে যশোর জেলার ১৯১টি নমুনা পরীক্ষা করা হয়। বৃহস্পতিবার সকালে এ পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়। প্রকাশিত ফলাফল অনুযায়ী ৫৬টি নমুনা পজিটিভ ও ১৩৫টি নেগেটিভ হয়। পরীক্ষা সংক্রান্ত সব তথ্য জেলার সিভিল সার্জনের দপ্তরে পাঠানো হয়েছে।
স্বাস্থ্য বিভাগের হিসেব অনুযায়ী, এদিন বিকেল পর্যন্ত জেলায় মোট করোনা শনাক্ত ব্যক্তি ছিলেন তিন হাজার দুইজন। এদের মধ্যে সুস্থ হয়ে উঠেছেন এক হাজার ৮৯৭ জন। মারা গেছেন ৩৮ জন।
খুলনা গেজেট / এমএম