যশোর জেনারেল হাসপাতালে গত ২৪ ঘণ্টায় করোনায় আরো ১১ জন মৃত্যুবরণ করেছেন। এদের মধ্যে আক্রান্ত হয়ে হাসপাতালের রেডজোনে ৫ জন ও উপসর্গ নিয়ে ৬ জন মারা গেছেন। যশোর জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার আরএমও ডা. আরিফ আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, যশোর জেনারেল হাসপাতালের রেডজোনে বুধবার ভর্তি রয়েছেন ১৬০ জন এবং ইয়েলোজোনে ৬৫ জন।
এদিকে, গত ২৪ ঘণ্টায় জেলায় ৮০৯ জনের নমুনা পরীক্ষায় ২২৭ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ২৮ দশমিক ০৫ শতাংশ। এর মধ্যে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জিনোম সেন্টার ৪৫১টি নমুনা পরীক্ষায় ১৩৩ জন, হাসপাতালের র্যাপিড অ্যান্টিজেন ৩৪০টি পরীক্ষায় ৮৫ জন, জিন এক্সপার্ট ১১টি পরীক্ষায় ৭টি ও খুলনা মেডিকেল কলেজের ৭টি পরীক্ষায় ২ জন পজিটিভ হয়েছেন। এ পর্যন্ত মোট শনাক্ত হয়েছেন ১৬ হাজার ২০৩ জন, সুস্থ হয়েছেন ৯ হাজার ৫০০ জন, করোনায় মারা গেছেন ২৪৫ জন৷
শনাক্তদের মধ্যে যশোর সদর উপজেলায় সর্বোচ্চ ১১৩ জন, কেশবপুরে ৯ জন, ঝিকরগাছায় ২২ জন, অভয়নগরে ৩৯ জন, মনিরামপুরে ১৪ জন, বাঘারপাড়ায় ৭ জন, শার্শায় ৫ জন, চৌগাছা উপজেলায় ১৮ জন রয়েছেন।
খুলনা গেজেট/এনএম