যশোরে ২২টি বোমা নিষ্ক্রিয় করেছে পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিট কেএমপির সদস্যরা। পাঁচ সদস্যের বোমা নিষ্ক্রিয়দল বৃহস্পতিবার (১৮ নভেম্বর) সকালে সদর উপজেলার চাঁদপাড়া পুলিশ ক্যাম্পের পাশে নদীর পাড়ের কলাবাগানে এসব বোমার বিস্ফোরণ ঘটান। কাউন্টার টেরোরিজম ইউনিট টিম লিডার এসআই গোলাম মোর্তজা এ তথ্য নিশ্চিত করেছেন।
বিকট শব্দে বোমাগুলি বিস্ফোরিত হওয়ায় গ্রামবাসী আতঙ্কিত হয়ে পড়ে। ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যায় গোটা এলাকা। বোমা নিষ্ক্রিয় করার সময় পুলিশি পাহারায় চারপাশে এক হাজার গজের মধ্যে মানুষের চলাচল বন্ধ করে দেয়া হয়।
ঘটনাস্থলে থাকা এসআই অনুপম রায় বলেন, গত বছর ও চলতি বছরে কোতোয়ালি থানার পাঁচটি মামলার আলামত হিসেবে উদ্ধারকৃত ২২টি বোমা নিষ্ক্রিয় করতে কেমপি ঢাকার কাউন্টার টেরোরিজম ইউনিটকে জানানো হয়। এরই ভিত্তিতে পাঁচ সদস্য বিশিষ্ট বোমা নিষ্ক্রিয়দল যশোরে আসে। বৃহস্পতিবার সকালে তারা বোমাগুলি ডিসপোজাল করে। এসময় কোতোয়ালি থানা পুলিশ তাদের সহযোগিতা করেছে।
খুলনা গেজেট/এএ