যশোর জেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে পবিত্র মাহে রমজান উপলক্ষে গরীবদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। বুধবার (৫ মার্চ) জেলা বিএনপি কার্যালয় চত্বরে এ ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অথিতি ছিলেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এস এম জিলানি।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসএম জিলানি বলেন, সেবার ব্রত নিয়ে আমাদের আদর্শের জনক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল প্রতিষ্ঠা করেছিলেন। আমাদের আদর্শের জনককে হৃদয়ে ধারণ করে সেবার মানসিকতা নিয়ে আমরা স্বেচ্ছাসেবক দল করি। দেশের মানুষ যখন কোন দুর্যোগ দুর্বিপাকে পড়ে, তখনই সবার আগের বিএনপির মত স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা তাদের সাধ্যমত সেবা নিয়ে মানুষের পাশে দাঁড়ায়। তারই ধারাবাহিকতায় দুরমূল্যের এ বাজারে গরীব, অসহায় মানুষকে সহযোগিতা করার জন্য যশোর জেলা স্বেচ্ছাসেবক দলের এই আয়োজন।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সদ্য বিদায়ী কমিটির আহ্বায়ক অধ্যাপক নার্গিস বেগম। পরে প্রধান অতিথি অনুষ্ঠানে উপস্থিত বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) অনিন্দ্য ইসলাম অমিতকে সাথে নিয়ে অসহায় মানুষের হাতে ইফতার সামগ্রী তুলে দেন।
অনুষ্ঠানে উপস্থিত জেলা বিএনপির সভাপতি অ্যাড. সৈয়দ সাবেরুল হক সাবু, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী রবিউল ইসলাম, মুনির আহমেদ সিদ্দিকী, শহিদুল বারী রবু, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আঞ্জুরুল হক খোকন, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোস্তফা আমির ফয়সাল, সিনিয়র যুগ্ম-আহ্বায়ক আলী হায়দার রানা, নগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোস্তফা তরফদার রয়েল, সদস্য সাইফুল বাশার সুজন, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শফিকুল ইসলাম, সদস্য সচিব রাজু আহমেদ প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রাজিদুর রহমান সাগর। ইফতার সামগ্রীর মধ্যে ছিল সেমাই, চিনি, চিড়া, খেজুর তেল ও ছোলা।
খুলনা গেজেট/এমএম