যশোরের বাঘারপাড়ায় এবার স্বাস্থ্য বিভাগের অভিযানে তিনটি ডায়াগনস্টিক সেন্টার বন্ধ করে দেয়া হয়েছে। এছাড়া আটটি ক্লিনিকে ত্রুটি ধরা পড়ায় কর্তৃপক্ষকে সর্তক করে দেয়া হয়েছে।
সূত্র জানায়, যশোরের সিভিল সার্জন শেখ আবু শাহীনের নেতৃত্বে চার সদস্যের একটি টিম সোমবার বিকেল থেকে রাত ৯টা পর্যন্ত বাঘারপাড়া উপজেলার বিভিন্ন ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালা। এসময় উপজেলা পৌর সদরের দশটি বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে আটটিতে ত্রুটি পাওয়ার যায়। বাকি দুটির মধ্যে ‘আনোয়ারা হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার’ উদ্বোধনের অপেক্ষায় রয়েছে ও রহিমা প্রাইভেট হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার কর্তৃপক্ষ অভিযানের খবর পেয়ে পালিয়ে যায়।
এছাড়া মা ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টার, প্রথমা ডায়াগনস্টিক সেন্টার, সিটি ডায়াগনস্টিক সেন্টারের কার্যক্রম বন্ধ করে দেয়া হয়। আর খাজাবাবা হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার, বাঘারপাড়া হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার, হাজী ডায়াগনস্টিক সেন্টার ও ফাতেমা ক্লিনিককে শর্ত সাপেক্ষে সময় দেয়া হয়।
২৩ আগস্টের মধ্যে এসব হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের লাইসেন্স নবায়নসহ সব ধরনের ত্রুটিমুক্ত করতে হবে। না হলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান অভিযান পরিচালনাকারী কর্মকর্তারা সিএস আবু শাহীন।
অভিযানে তার সঙ্গে ছিলেন বাঘারপাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার শরিফুল ইসলাম, মেডিকেল অফিসার ডাক্তার রেহেনেওয়াজ ও প্রশাসনিক কর্মকর্তা আরিফুজ্জামান।
খুলনা গেজেট / এমএম