যশোরে বিপ্লব মোল্যা (২৭) নামে এক হতভাগ্য স্বামীকে হত্যার অভিযোগে তার স্ত্রীসহ তিনজনকে আটক করেছে পুলিশ।
আটককৃতরা হলেন , যশোর সদর উপজেলার বড় ভেকুটিয়া কলোনী মোড় এলাকার ফারুকের বাড়ির ভাড়াটিয়া আছির উদ্দিনের মেয়ে কুলসুম আক্তার,সদর উপজেলার জগমোহনপুর উত্তরপাড়া গ্রামের আব্দুল হাইয়ের ছেলে তাসবিরুল হোসেন হৃদয় ও ইছালী পূর্ব পাড়ার আবু তাহেরের ছেলে আব্দুল মতিন। ময়না তদন্ত রিপোর্টে বিপ্লবকে হত্যা করা হয়েছে এ তথ্য পাওয়ার পরই তাদের আটক করা হয়।
যশোর সদর উপজেলার কামারগন্না মধ্যপাড়ার মৃত আব্দুল হাসেমের ছেলে ইউনুচ আলী বাদী হয়ে বুধবার রাতে কোতয়ালি মডেল থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলায় ছেলের বউ কুলসুম আক্তার কুলসুম, তাসবিরুল হোসেন হৃদয়, আব্দুল মতিনসহ অজ্ঞাত ১/২ জনকে আসামি করা হয়।
তিনি মামলায় উল্লেখ করেন, বিগত ৮ বছর আগে ছেলে বিপ্লব মোল্যার সাথে কুলসুমের বিয়ে হয়। বিয়ের পর তাদের সংসারে মেহেদী হাসান শাকিব (৬) ও রবিউল ইসলাম নিহাত (৪) নামে দু’ছেলে জন্ম হয়। বিপ্লব যশোর শহরতলীর পালবাড়ী ঘোষপাড়া সাজ্জাদের বস্তির একটি টিনসেড বাড়িতে ভাড়া থাকতো। গত ৩ জুন রাত ১১ টা থেকে পৌনে ৩ টার মধ্যে বিপ্লব মোল্যা মারা গেছে বলে তাসবিরুল হোসেন হৃদয় ও আব্দুল মতিন অ্যাম্বুলেন্স যোগে ইউনুচ আলীর বাড়িতে গিয়ে জানায়। ওই রাতে ইউনুচ আলীর বড় ছেলে সাইফুল ইসলাম ও তার স্ত্রী জবেদা বেগমকে নিয়ে উক্ত অ্যাম্বুলেন্স যোগে পালবাড়ী ঘোষপাড়ায় বাড়িতে গেয়ে দেখেন বিপ্লব কাত হয়ে পড়ে আছে। দ্রুত তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালের জরুরী বিভাগে আনলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন।
এ ব্যাপারে ৪ জুন কোতয়ালি মডেল থানায় অপমৃত্যু মামলা হয়। পরে ময়না তদন্ত রিপোর্ট সম্পন্নকারী যশোর মেডিকেল কলেজের ফরেনসিক বিভাগের প্রভাষক বাবলু কিশোর বিশ্বাস ১৮ আগষ্ট রিপোর্টে উল্লেখ করেন, বিপ্লবকে শ্বাসরোধ ও আঘাত জনিত কারণে হত্যা করা হয়েছে। এরই প্রেক্ষিতে ছেলের বউসহ তিনজনের নাম ও অজ্ঞাত ১/২জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন। পুলিশ মঙ্গলবার ওইদিন রাতে কুলসুমসহ তিন জনকে আটক করেছে।
খুলনা গেজেট / এমএম