যশোর সদর উপজেলার তৈলকূপ গ্রামে সাপের কামড়ে এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় ওঝার ভুল চিকিৎসার অভিযোগ করেছে পরিবারের সদস্যরা। তিন বছরের শিশু সামিরা খাতুন ওই গ্রামের আব্দুর রশিদের মেয়ে।
শিশুর চাচা আবুল হোসেন জানান, বুধবার ভোরে শিশু সামিরা তার মায়ের সাথে ঘরে ঘুমিয়ে ছিল। এসময় তাকে সাপে কামড় দেয়। সে চিৎকার দিলে তাকে সাপের কামড়ের বিষয়টি বুঝতে পারে পরিবারের সদস্যরা। এরপর তাকে ওই গ্রামের সাপের ওঝা সলেমানের নিকট নিয়ে যাওয়া হয়। তিনি ঝাড়ফুক দিয়ে বিষ নামিয়ে দেন। সামিরাকে বাড়ি নিয়ে আসা হলে কিছু সময় পর তার শরীরে যন্ত্রণা করছে বলে চিৎকার করতে থাকে। এরপর তাকে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। হাসপাতালের চিকিৎসক সোহানূর রহমান সোহান তাকে ভর্তি করে শিশু ওয়ার্ডে পাঠিয়ে দেন। এখানে চিকিৎসাধীন অবস্থায় সকালে সামিরা মারা যায়।
খুলনা গেজেট/এনএম