যশোরের ছয়টি আসন থেকে ৭জন প্রার্থী তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। এছাড়া নির্বাচন কমিশন (ইসি) থেকে বাতিল হয়েছে আরো দু’জন প্রার্থীর।
মনোনয়ন বাতিল হওয়া প্রার্থীরা হলেন, যশোর-১ শার্শা আসনে জাকের পার্টির প্রার্থী সবুর খান, যশোর-২ ঝিকরগাছা-চৌগাছা আসনে জাকের পার্টির সাফারুজ্জামান, যশোর-৩ সদর আসনে জাকের পার্টির মহিদুল ইসলাম, যশোর-৪ বাঘারপাড়া-অভয়নগর-বসুন্দিয়া আসনে জাকের পার্টির লিটন মোল্লা, যশোর-৫ মণিরামপুর আসনে স্বতন্ত্র আমজাদ হোসেন লাভলু ও হুমায়ুন সুলতান, যশোর-৬ কেশবপুরে জাকের পার্টির সাইফুজ্জামান।
প্রার্থীরা রোববার বিকেলে জেলা রির্টানিং কর্মকর্তার কার্যালয়ে গিয়ে তাদের মনোনয়নপত্র প্রত্যাহারের আবেদন জানিয়েছেন।
এদিকে, যশোর-৪ বাঘারপাড়া-অভয়নগর-বসুন্দিয়া আসনে বাতিল হওয়া মনোনয়ন ফিরে পেতে আওয়ামী লীগ প্রার্থী এনামুল হক বাবুলের করা আপিলের বিষয়ে আজও উচ্চতর আদালত কোনো সিদ্ধান্ত দেয়নি। ফলে তার মনোনয়ন ও নির্বাচন অনেকটা অনিশ্চিত হয়ে পড়েছে। যশোর-৩ সদর আসনে জেলা আওয়ামী লীগ সভাপতি শহিদুল ইসলাম মিলনের মনোনয়ন ফিরে পাওয়ার আপিল ১৫ ডিসেম্বর বাতিল করে দিয়েছে ইসি।
খুলনা গেজেট/ টিএ