খুলনা, বাংলাদেশ | ১৩ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ | ২৬শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

Breaking News

  রাঙামাটির কাউখালীতে পিকআপভ্যানের চাপায় সিএনজিচালিত অটোরিকশার ৫ যাত্রী নিহত
  কুয়েট উপাচার্য মুহাম্মদ মাছুদ ও উপ-উপাচার্য শেখ শরীফুল আলমকে অব্যাহতি দিয়ে প্রজ্ঞাপন জারি

যশোরে সড়ক দুর্ঘটনায় সবজি বিক্রেতা নিহত

নিজস্ব প্রতিবেদক, যশোর

যশোর-ঝিনাইদহ সড়কের চুড়ামনকাটি বাজারে সড়ক দুর্ঘটনায় জাকির হোসেন (৫০) নামে এক সবজি বিক্রেতা নিহত হয়েছেন। শুক্রবার (৪ এপ্রিল) সকালে চুড়ামনকাটি ঋষিপাড়ায় দুর্ঘটনাটি ঘটে। জাকির হোসেন বাগডাঙ্গা গ্রামের মৃত খবির উদ্দিনের ছেলে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, জাকির হোসেন ও তার সঙ্গী মাস্টার মোস্তাফিজুর রহমান সকালে সবজি বিক্রি করতে চুড়ামনকাটি বাজারে যান। সবজি বিক্রির পর তারা অটো ভ্যানে করে বাড়ি ফিরছিলেন। পথে ঋষিপাড়ায় পৌঁছালে হঠাৎ একটি ছাগল তাদের ভ্যানের সামনে চলে আসে। ছাগলটিকে বাঁচাতে গিয়ে ভ্যান উল্টে জাকির হোসেনের ওপর পড়ে। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যান। অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে ঢাকায় নিয়ে যাওয়ার পথে বেলা ১১টার দিকে তার মৃত্যু হয়। অপর আহত ব্যক্তি মোস্তাফিজুর রহমান বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

এ বিষয়ে সাজিয়ালী পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই আব্দুর রউফ জানিয়েছেন, এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

খুলনা গেজেট/জেএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!