খুলনা, বাংলাদেশ | ২৪ পৌষ, ১৪৩১ | ৮ জানুয়ারি, ২০২৫

Breaking News

  উড্ডয়ন করেছে খালেদা জিয়াকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্স
  রাজধানীতে পঙ্গু হাসপাতালে আগুন
  গুম ও জুলাই গণহত্যায় জড়িত ৯৭ জনের পাসপোর্ট বাতিল
  ট্রাভেল ডকুমেন্ট নিয়ে ভারতে আছেন শেখ হাসিনা, ফরেন সার্ভিস একাডেমিতে প্রেস ব্রিফিয়ে প্রধান উপদেষ্টার প্রেস উইং
অনলাইনে উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী

যশোরে শুরু হলো র‌্যাপিড অ্যান্টিজেন টেস্ট

যশোর প্রতিনিধি

অবশেষে যশোর জেনারেল হাসপাতালে শুরু হয়েছে বিনামূল্যে র‌্যাপিড অ্যান্টিজেন টেস্ট। শনিবার (৫ ডিসেম্বর) সকালে হাসপাতালে আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রম শুরু করা হয়। যশোরসহ দেশের দশ জেলায় এ টেস্ট শুরু হলো।

এদিন সকালে অনলাইনে স্বাস্থ্য সচিব আব্দুল মান্নানের সভাপতিত্বে দেশের দশটি জেলায় অ্যান্টিজেন টেস্ট কার্যক্রমের উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। জুমের মাধ্যমে সেখানে দশ জেলার সিভিল সার্জন, হাসপাতালগুলোর পরিচালক, স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলমসহ অন্যরা উপস্থিত ছিলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, অ্যান্টিজেন টেস্ট অনেক কাঙ্খিত ছিল, অবশেষে সেটা চালু হলো। ভবিষ্যতে এ কার্যক্রম আরো সম্প্রসারণ করা হবে । তিনি দশ জেলার সংশ্লিষ্টদের উদ্দেশ্যে বলেন, এ কার্যক্রম নিয়ে যেন কোনো প্রশ্ন না ওঠে সেদিকে লক্ষ্য রাখতে হবে। পরীক্ষা সঠিকভাবে করতে হবে। অত্যন্ত নিষ্ঠার সঙ্গে এ পরীক্ষা করতে হবে যেন কোনো ভুল হওয়ার আশঙ্কা না থাকে।
এ কার্যক্রম উদ্বোধনের পর যশোর জেনারেল হাসপাতালে ১৫ থেকে ৩০ মিনিটের মধ্যে প্রথম তিনটি পরীক্ষা করা হয়। তিনটি পরীক্ষার ফল নেগেটিভ এসেছে বলেও সেখান থেকে জানানো হয়।

যশোর জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. দিলীপ কুমার রায় বলেন, যশোর থেকে একজন চিকিৎসক, একজন টেকনিশিয়ান ও একজন আইটি স্পেশালিস্ট ঢাকা থেকে প্রশিক্ষণ নিয়ে এসেছেন। প্রশিক্ষণ শেষে যশোরে ফিরে আজ তারা তিনজনের নমুনা সংগ্রহ করে তার পরীক্ষা করেন। তিনি জানান, প্রশিক্ষণ শেষে তারা যশোরে আসার সময় এক হাজার কিট নিয়ে এসেছেন। পর্যায়ক্রমে এগুলো আরো আসবে বলে তিনি জানান। তিনি আরো বলেন, এই টেস্টটি সকলের জন্যে নয়। রেজিস্টার্ড চিকিৎসকরা যাকে প্রেসক্রাইব করবেন, শুধুমাত্র তাদেরই পরীক্ষা করা হবে।

যশোরের সিভিল সার্জন ডা. শেখ আবু শাহীন বলেন, র‌্যাপিড অ্যান্টিজেন পরীক্ষা করোনা রোগী শনাক্ত ও চিকিৎসায় নতুন দিগন্তের সূচনা করবে। দেশের দশ জেলার মধ্যে যশোরেও এই টেস্ট ব্যবস্থা থাকায় এই অঞ্চলের মানুষের জন্যে বেশ সুবিধা হবে। তিনি বলেন, র‌্যাপিড অ্যান্টিজেন টেস্টের মাধ্যমে দ্রুততম সময়ের মধ্যে করোনা শনাক্ত সম্ভব। এরফলে তাদের দ্রুত চিকিৎসা বা আইসোলেশনে রাখা সম্ভব হবে। ওইরোগীর মাধ্যমে রোগ ছড়ানো হ্রাস করা যাবে।

খুলনা গেজেট /এমএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!