যশোরে ‘শয়তানের নিঃশ্বাস’ নামে পরিচিত স্প্রে করে ইজিবাইক ছিনতাই করেছে সংঘবদ্ধ প্রতারক চক্র। ভুক্তভোগী চালক ফজের আলী এ ঘটনায় কোতোয়ালি থানায় অভিযোগ দায়ের করেছেন।
ফজের আলীর বাড়ি সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার পিরোজপুর গ্রামে। তিনি বর্তমানে যশোর শহরের কাজীপাড়া কাঠালতলার হান্নানের বাড়িতে ভাড়া থাকেন এবং ব্যাটারিচালিত ইজিবাইক চালিয়ে জীবিকা নির্বাহ করেন।
অভিযোগে জানা যায়, বৃহস্পতিবার(৮মে) সকাল ১০টার দিকে ফজের আলী প্রতিদিনের মতো ইজিবাইক নিয়ে শহরের ঈদগাহ মোড়ে অবস্থান করছিলেন। ওই সময় দু’জন অজ্ঞাত ব্যক্তি যাত্রী সেজে তার ইজিবাইকে ওঠেন এবং চাচড়া মোড়ে যেতে বলেন। যাত্রা শুরুর পর এক যাত্রী চালকের পাশের সিটে বসে তার শরীরে একটি অজানা স্প্রে প্রয়োগ করেন। স্প্রের প্রভাবে তিনি সংজ্ঞা হারাননি ঠিকই, তবে নিজের ওপর নিয়ন্ত্রণ রাখতে পারেননি এবং যাত্রীদের কথামতো কাজ করতে থাকেন। যশোর জিলা স্কুলের সামনে পৌঁছালে যাত্রীরা ইজিবাইক থামিয়ে তাকে রাস্তার পাশে নামিয়ে দিয়ে দ্রুত বাইকটি নিয়ে পালিয়ে যায়। প্রায় ১০ মিনিট পর ফজের আলী স্বাভাবিক অবস্থায় ফিরে আসেন এবং প্রতারণার বিষয়টি বুঝতে পারেন।
এ ঘটনায় কোতোয়ালি মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) ইমরান কবির বিষয়টি তদন্ত করছেন।
পুলিশ জানিয়েছে, সিসিটিভি ফুটেজ ও অন্যান্য তথ্য বিশ্লেষণ করে চক্রটির সন্ধানে অভিযান চলছে।
খুলনা গেজেট/এএজে