যশোরে র্যাবের পোশাকে স্বর্ণ ব্যবসায়ী দুই যুবককে অপহরণ করে ১০ লাখ টাকা হাতিয়ে নিয়েছে একটি চক্র। ঘটনাটি ঘটেছে রোববার রাত ১০টার দিকে শহরের বেজপাড়া এমএসটিপি স্কুলের সামনে। পরে রাত সাড়ে ১১ টার দিকে ওই দু’যুবককে ডিবি পুলিশ নড়াইল জেলার তুলারামপুর ব্রিজের পাশ থেকে উদ্ধার করে।
শহরের বড় বাজার এলাকার স্বর্ণ ব্যবসায়ী নিশিথ সরকার জানান, রোববার রাত সাড়ে নয়টার দিকে তাদের সোনার দোকান বন্ধ করে ছেলে আকাশ সরকার ও কর্মচারী দিপ্ত সাহা ক্যাশে থাকা টাকা নিয়ে বাড়ি ফিরছিলেন। তারা দু’জনে রিকশায় বেজপাড়ার বাড়ির উদ্দেশ্যে রওনা দেন। পথে এমএসটিপি স্কুলের সামনে একটি মাইক্রোবাস এসে তাদের গতিরোধ করে তুলে নিয়ে যায়। পরে নিশিথ সরকার জানতে পারেন তাদেরকে র্যাব পরিচয়ে মাইক্রোবাসে একদল যুবক উঠিয়ে নিয়ে গেছে। বিষয়টি তিনি জেলা প্রশাসনের সাথে যোগাযোগ করেন। এমনকি র্যাবের সাথেও যোগাযোগ করা হয়। একপর্যায় ডিবির দারস্থ হন তিনি।
ডিবির এসআই মফিজুল ইসলাম বলেন, খবর পেয়ে তার নেতৃত্বে একটি টিম ঘটনাস্থলে যান। সেখানকার আশপাশের সিসি ক্যামেরার ফুটেজ সংগহ করেন। সেখানে দেখা যায় র্যাবের পোশাক পরা একদল যুবক আকাশ ও দিপ্তকে রিকশা থেকে নামিয়ে হাতকড়া পরিয়ে মাইক্রোবাসে উঠিয়ে নিয়ে যায়। পরে তারা ভিকটিমদের মোবাইল ফোন ট্রাকিং করে নড়াইলের পথে রওনা দেন। এক পর্যায়ে তাদেরকে নড়াইলের তুলারামপুর ব্রিজের পাশে পড়ে থাকা অবস্থায় উদ্ধার করা হয়।
স্বর্ণ ব্যবসায়ী আকাশ সরকার জানান, তাদেরকে গাড়িতে উঠিয়ে মুখ বেধে ফেলে। এরপর তার কাছে থাকা ব্যবসার টাকা নিয়ে তাদেরকে ওইস্থানে গাড়ি থেকে নামিয়ে দিয়ে তারা চলে যায়। ডিবির এসআই মফিজুল ইসলাম জানান, নিশিথ তাদেরকে জানিয়েছেন তার প্রায় ১০ লাখ টাকা খোয়া গেছে।
এ বিষয়ে র্যাব-৬ যশোরের কোম্পানী অধিনায়ক মেজর সাকিব হোসেন জানান, বিষয়টি তাদের নজরে এসেছে। ইতিমধ্যে সিসি ফুটেজ সংগ্রহ করেছেন তারা। জড়িতদের ধরতে ব্যবস্থা গ্রহণ করেছে র্যাব-৬ যশোরের সদস্যরা।
খুলনা গেজেট/এনএম