খুলনা, বাংলাদেশ | ৫ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ | ১৮ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

Breaking News

  আজ কাফনের কাপড় বেঁধে গণমিছিল করবে পলিটেকনিক শিক্ষার্থীরা

যশোরে রূপসা পরিবহনের ধাক্কায় কিশোরী নিহত, বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক, যশোর

যশোর-ঝিনাইদহ সড়কের চুড়ামনকাটি বাজারে বাসের ধাক্কায় আহত কিশোরী ঊর্মি (১৬) অবশেষে মৃত্যুবরণ করেছে। বুধবার (৯ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে রূপসা পরিবহনের দ্রুতগামী বাস তাকে ধাক্কা দিলে সে গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুর ২টা ১০ মিনিটে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঊর্মির মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পড়লে ক্ষুব্ধ এলাকাবাসী ও ছাত্র সমাজ চুড়ামনকাটি বাজারে রূপসা ও গড়াই পরিবহনের সকল বাস অবরোধ করে রাখে। তাদের দাবি, ঘাতক চালককে গ্রেপ্তার এবং ঘটনার সুষ্ঠু বিচার না হওয়া পর্যন্ত এ অবরোধ চলবে। পরে থানা পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।

ঊর্মি যশোর সদর উপজেলার কাশিমপুর ইউনিয়নের বিজয়নগর দক্ষিণপাড়ার রবিউল ইসলামের মেয়ে। সে ছাতিয়ানতলা কে আই আলিম মাদ্রাসার নবম শ্রেণির ছাত্রী ছিল।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঊর্মি রাস্তা পার হওয়ার সময় দ্রুতগামী বাসটি তাকে ধাক্কা দেয়। দুর্ঘটনার পরই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে কোতোয়ালি মডেল থানা, সাজিয়ালী ফাঁড়ি পুলিশ এবং হাইওয়ে পুলিশের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে বাসটি জব্দ করে। তবে যথারীতি চালক পালিয়ে যায়।

এ বিষয়ে সাজিয়ালী পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই আব্দুর রউফ বলেন, ঘটনার খবর পাওয়ার পরই আমরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে বাসটি আটক করেছি। তবে চালক পালিয়ে গেছে।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!