যশোর শহরের শংকরপুর এলাকায় জুয়েল (২৮) নামে এক রিকশাচালকের কাছ থেকে ছিনতাইয়ের ঘটনায় কোতোয়ালি থানায় মামলা হয়েছে। রিকশাচালক সদর উপজেলার শেখহাটি তমালতলার আতিয়ার মোড়লের ছেলে জুয়েল মঙ্গলবার রাতে এ মামলাটি করেন।
মামলার আসামিরা হলেন, শহরের শংকরপুর ইসহাক সড়কের আব্দুল হামিদের ছেলে হাদিউজ্জামান মানিক, একই এলাকার হাবিবুরের বাড়ির ভাড়াটিয়া জহুর আলীর ছেলে রফিকসহ অজ্ঞাত ৩/৪ জন।
মামলায় তিনি বলেছেন, মঙ্গলবার বিকেলে জুয়েল রিকশা চালিয়ে যশোর শহরের শংকরপুর ইসহাক সড়কের নয়ন কাউন্সিলরের অফিসের সামনের পাকা রাস্তা দিয়ে যাচ্ছিলেন। এসময় হাদিউজ্জামান মানিক ও রফিক মোটরসাইকেল চালিয়ে জুয়েলের রিকশার সামনে আড়াআড়ি করে রিকশার গতিরোধ করেন। ওই সময় আশপাশে থাকা অজ্ঞাত আসামিরা ঘটনাস্থলে আসে। তারা জুয়েলকে ঘিরে ধরে চাকু দিয়ে ভয়ভীতি দেখান।
আসামিরা রিকশা চালককে আটকে রেখে শংকরপুর এলাকার বিভিন্নস্থানে ঘুরাতে থাকেন। খুন জখমের ভয়ভীতি দেখিয়ে জুয়েলের কাছে ১০ হাজার টাকা চাঁদা দাবি করেন। চাঁদার টাকা দিতে অপারগতা প্রকাশ করলে জুয়েলকে এলোপাতাড়ি মারপিট করে তার কাছে থাকা নগদ ৩ হাজার ৭শ’ টাকা ছিনিয়ে নেয়। আসামিরা আরো চাঁদা নেয়ার জন্য জুয়েলের মোবাইল থেকে তার স্ত্রীর নম্বরে ফোন দিয়ে জুয়েলকে খুন জখমের ভয়ভীতি দেখান। এরপর বাদি কৌশলে ডাক চিৎকার দিলে স্থানীয় লোকজন এগিয়ে আসলে আসামিরা পালিয়ে যায়।