যশোর যৌতুক মামলায় রিয়াজুল ইসলাম নামে এক ব্যক্তির দুই বছরের সশ্রম কারাদন্ড ও ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও তিন মাসের বিনাশ্রম কারাদন্ডের আদেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক পলাশ কুমার দালার এ আদেশ দেন। সাজাপ্রাপ্ত রিয়াজুল খুলনা ডুমুরিয়া উপজেলার চুকনগর গ্রামের এরশাদ আলী গাজীর ছেলে।
মামলা সূত্রে জানা যায়, ২০১৩ সালের ১১ আগস্ট আসামি রিয়াজুল ইসলাম যশোর শহরের বারান্দীপাড়া বৌবাজার এলাকার নুরুল ইসলামের মেয়ে উম্মে হাবিবাকে বিয়ে করেন। একমাস যেতে না যেতেই আসামি রিয়াজুল ইসলাম তার স্ত্রীর কাছে দেড় লাখ টাকা যৌতুক দাবি করে। পরবর্তীতে তাকে শারীরিক ও মানসিক নির্যাতন শুরু করে। বাধ্য হয়ে উম্মে হাবিবার পরিবার যৌতুক দাবির বিষয়টি জানতে পেরে রিয়াজুলকে ৫০ হাজার টাকা দেয়। তারপর বাকি যৌতুকের টাকার দাবিতে উম্মে হাবিবাকে মারপিট করে বাড়ি থেকে বের করে দেয়া হয়। এক পর্যায় ২০১৭ সালের ৫ নভেম্বর রিয়াজুল ইসলামকে আসামি করে যৌতুক নিরোধ আইনে আদালতে মামলা করেন উম্মে হাবিবা।
খুলনা গেজেট/ এসজেড