খুলনা, বাংলাদেশ | ২৫ পৌষ, ১৪৩১ | ৯ জানুয়ারি, ২০২৫

Breaking News

  রাষ্ট্রীয় পদমর্যাদা ক্রম ঠিক করতে আপিল বিভাগে আবেদন, শুনানি ১৬ জানুয়ারি
  ময়মনসিংহের হালুয়াঘাটে দাঁড়িয়ে থাকা ট্রাকে মোটরসাইকেলের ধাক্কা, নিহত ২
  মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা আজহারের রিভিউ শুনানি ২৩ জানুয়ারি
  যাত্রীবাহী বাসের অ্যাম্বুলেন্সের সংঘর্ষে দুটোতেই আগুন, পুড়ে নিহত ৪

যশোরে যুবদল নেতাকে কুপিয়ে জখম, ৫ নেতাকর্মী আটক

নিজস্ব প্রতিবেদক, যশোর

বিএনপির ডাকা টানা তৃতীয় দফার অবরোধের প্রথম দিন বুধবার সকালে সন্ত্রাসীরা এক যুবদল নেতাকে কুপিয়ে জথম করেছে ও পুলিশি অভিযানে আটক হয়েছে ৫ জন। এছাড়া বিভিন্ন সড়কে খুব সকালে বিএনপি নেতাকর্মীরা অবরোধের সমর্থনে মিছিল করেছে।

যশোর-খুলনা মহাসড়ক, যশোর-নড়াইল, যশোর-কেশবপুর, শহরের মুজিব সড়ক, রেল রোড, ঘোপসহ বিভিন্ন স্পটে মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করে বিএনপি নেতাকর্মীরা। বুধবার সকালে নড়াইল সড়কে অবস্থান কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার টি এস আইয়ুব।

এদিকে, শান্তিপূর্ণ অবরোধ কর্মসূচি ঠেকাতে যশোর সদরের হৈবতপুর ইউনিয়ন যুবদলের যুগ্ম-আহ্বায়ক সাইফুল ইসলামকে কুপিয়ে গুরুতর জখম করেছে সন্ত্রাসীরা। একইসাথে চলছে আইন-শৃঙ্খলা বাহিনীর অভিযান ও গণগ্রেফতার। তারা গতরাত থেকে বুধবার সকাল পর্যন্ত ৫ জনকে আটক করেছে। যশোরে সদর উপজেলার বসুন্দিয়া ইউনিয়নের ৭ নং ওয়ার্ড বিএনপি সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, নওয়াপাড়া পৌরসভার ২ নং ওয়ার্ড বিএনপির সদস্য জহুর আহমেদ ও ৯ নং ওয়ার্ড বিএনপির সদস্য নয়ন হোসেন এবং শার্শা উপজেলা ছাত্রদল নেতা সাকিব মীরসহ ৫ নেতাকর্মীকে আটক করেছে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এসব ঘটনায় মামলা দায়ের হয়েছে শার্শা থানায়। মামলা নং-২৯০/২০। এতে উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম-আহ্বায়ক আবুল হাসান জহির ও উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সবুজ হোসেন খানসহ ৩৮ জন নেতাকর্মীকে আসামি করা হয়েছে।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!