যশোর শহরে সন্ত্রাসীরা এক যুবককে পিটিয়ে নগদ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নিয়েছে। মঙ্গলবার (৪ মার্চ) সকালে শহরের পুরাতন কসবা শহীদ মিনারের সামনে এ ঘটনা ঘটে। আহত রকি (২৭) পুরাতন কসবা এলাকার নুর মোহাম্মদের ছেলে। বর্তমানে তিনি জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। রকি জনতা লাইব্রেরির কর্মচারী।
রকি জানান, এদিন সকাল ১০টার দিকে তিনি পুরাতন কসবা এলাকার শহীদ মিনারের সামনে অবস্থান করছিলেন। এ সময় নেওয়াজসহ ৪-৫ জন রকিকে জোরপূর্বক একটি ইজিবাইকে তুলে নিয়ে যায়। এরপর শহরের বিভিন্ন স্থানে নিয়ে তাকে মারধর করা হয় এবং কাছে থাকা নগদ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেওয়া হয়। দুপুর সাড়ে ১২টার দিকে কারবালা রোড সিএন্ডবি অফিসের সামনে রকিকে ফেলে রেখে অভিযুক্তরা পালিয়ে যায়। খবর পেয়ে রকির স্বজনেরা তাকে উদ্ধার করে যশোর হাসপাতালে ভর্তি করে। বর্তমানে তিনি সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।
এ বিষয়ে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ কাজী বাবুল বলেন, পুলিশ বিষয়টি নিয়ে খোঁজ খবর নিচ্ছে।
খুলনা গেজেট/এএজে