যশোরের কয়েকটি বাজারে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। তদারকি মূলক অভিযানে রাজারহাট ও রেল বাজারের কয়েকজন ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে। অতিরিক্ত মূল্যে পেঁয়াজ বিক্রিসহ নানা অপরাধে তাদের এ জরিমানা করা হয়।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর যশোরের সহকারী পরিচালক ওয়ালিদ বিন হাবিবের নেতৃত্বে শুক্রবার বেলা সোয়া ১১ টা থেকে দুপুর একটা পর্যন্ত পর্যায়ক্রমে রাজারহাট কাঁচাবাজার ও রেলবাজারে তদারকি মূলক অভিযান চালানো হয়। পেঁয়াজের মূল্য যৌক্তিক ও সহনীয় পর্যায়ে রাখার লক্ষ্যে পরিচালিত এ অভিযানে রাজারহাটের কাঁচাবাজারের ৪টি ব্যবসা প্রতিষ্ঠানকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এর মধ্যে মোল্লা সবজি ভান্ডারকে পেঁয়াজের ক্রয় রশিদ ও মূল্য তালিকা না থাকায় ২ হাজার টাকা এবং সামাদ স্টোর, আজাদ স্টোর ও রবিউল স্টোরকে বেশি দামে পেঁয়াজ বিক্রি, ক্রয় রশিদ ও মূল্য তালিকা না থাকায় ৩ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া শহরের রেলবাজারে পরিচালিত অভিযানে মূল্য তালিকা না থাকায় মেসার্স এম এম ট্রেডার্সকে দেড় হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি দুটি বাজারের ব্যবসায়ীদের যৌক্তিক মূল্যে পেঁয়াজ বিক্রি ও মূল্যতালিকা টাঙানোর জন্য নির্দেশনা দেয়া হয়।
খুলনা গেজেট/এমআর