যশোর থেকে একটি বিদেশী পিস্তল, একটি ওয়ানশুর্টারগান ও তিন রাউন্ড গুলি উদ্ধার করেছে র্যাব। বেনাপোল পোর্ট থানাধীন দূর্গাপুর গ্রামের বাদশা মল্লিকের ৫ তলা বিল্ডিং বাড়ীর নিচতলার একটি রুম থেকে এ অস্ত্র উদ্ধার করা হয়।
র্যাব জানায়, তারা গোপন সংবাদ পায় যশোর জেলার বেনাপোল পোর্ট থানাধীন দূর্গাপুর গ্রামস্থ বাদশা মল্লিকের ৫ তলা বিল্ডিং বাড়ীর নিচতলায় রুমের ভিতরে মাদক ব্যবসায়ী ও অস্ত্রধারী চাদাবাজ সন্ত্রাসী মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। এ সংবাদের সত্যতা যাচাই ও আইনগত ব্যবস্থা গ্রহনের উদ্দেশ্যে অভিযান পরিচালনা করলে র্যাবের উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থল থেকে বাড়ীর মালিক বাদশা মল্লিক(৫০) কৌশলে পালিয়ে যায়।
এ সময় উপস্থিত সাক্ষিদের সামনে বাড়ীর মালিকের পরিবারের সদস্যদের দেখানো মতে পলাতক আসামী বাদশা মল্লিক এর ব্যবহৃত নিচতলার উত্তর পশ্চিম কোনের রুমের ভিতর তল্লাশী করে কালো রংয়ের পলিথিনে মোড়ানো ১টি বিদেশী পিস্তল, ১টি ওয়ান শুটারগানসহ ৩ রাউন্ড গুলি উদ্ধার পূর্বক জব্দ করে র্যাব।
উল্লেখ্য যে, পলাতক আসামী বাদশা মল্লিক (৫০) এর বিরুদ্ধে বিভিন্ন থানার অস্ত্র ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলা বিজ্ঞ আদালতে বিচারধীন রয়েছে।
উদ্ধারকৃত আলামত যশোর জেলার বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করে পলাতক আসামী বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রুজু করা হয়।
খুলনা গেজেট/ এস আই