যশোরে শহরের কোতয়ালী মডেল থানার পাশে শাওন নামে বিকাশ প্রতারক চক্রের এক সদস্যকে ধরে গণপিটুনি দিয়েছে জনগন। এরপর তাকে থানায় সোপর্দ করা হয়েছে। একটি বিকাশ এজেন্টের দোকানে গিয়ে কৌশলে খাতা থেকে বিভিন্ন নম্বর মোবাইল ফোনে ধারণ করার সময় সে হাতেনাতে ধরা পড়ে। সে সদর উপজেলার ফরিদপুর গ্রামের মোমিনুর রহমানের ছেলে।
শহরের চৌরাস্তামোড় কোতয়ালি থানার পশ্চিমপাশের বিকাশ এজেন্ট হেমায়েত হোসেন জানান, মিডটাউন ভবনের নিচে সিটি ওয়াচ অ্যান্ড মোবাইল নামে তার একটি দোকান আছে। সোমবার দুপুরে শাওন নামে ওই যুবক দোকানে গিয়ে কৌশলে মোবাইল ফোনে এজেন্ট খাতা থেকে গ্রাহকের নম্বরের ছবি তুলছিল।
এসময় তাকে হাতেনাতে আটক হলে সন্তোষজনক জবাব দিতে পারেনি। পরে তাকে গণপিটুনি দিলে স্বীকার করে, সে এভাবে বিভিন্ন এজেন্টের দোকান থেকে নম্বর সংগ্রহ করে মাগুরা, গাজীপুর ও ঢাকায় তাদের অন্য লোকজনের কাছে পাঠিয়ে দেয়। তারা ওইসব নম্বরে ফোন দিয়ে বিভিন্ন মানুষকে মিথ্যা প্রলোভন দেখিয়ে টাকা হাতিয়ে নেয়। এর বিনিময়ে সে নম্বর প্রতি ৮শ’ টাকা করে পেয়ে থাকে।
খুলনা গেজেট/এনএম