বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে যশোর নগর বিএনপির বৈশাখী ফুটবল উৎসব শুরু হয়েছে। শুক্রবার (২৫ এপ্রিল) বিকেলে সরকারি এম এম কলেজ মাঠে এ বর্নিল আয়োজনের প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম।
এসময় প্রধান অতিথি বলেন, বিএনপি সকলকে সাথে নিয়ে দেশ গড়ার প্রত্যয়ে বিশ্বাসী। কারণ বিএনপি গণতন্ত্রে বিশ্বাসী। দলের মধ্যে অবাধ গণতন্ত্রের চর্চা অবারিত আছে। দীর্ঘদিন পরে খোলামেলা পরিবেশে ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করতে পেরেছি। কারণ ফ্যাসিস্ট সরকার আমাদের আনন্দ উচ্ছ্বাস সবকিছু কেড়ে নিয়েছিল। দীর্ঘ সময় ফ্যাসিবাদের জাতাকলে পিষ্ট হয়ে সমগ্র জাতি শ্বাসরুদ্ধকর অবস্থার মধ্য দিয়ে তাদের জীবন অতিবাহিত করেছে। আমাদের কারও স্বাভাবিক জীবন ছিল না। আনন্দ উচ্ছ্বাস বলতে আমাদের কিছুই ছিল না।
তিনি বলেন, যশোরের মত দেশের ক্রীড়াঙ্গণ অস্থবির হয়ে পড়েছিল। ক্রীড়াঙ্গণকে অচল অবস্থায় পরিণত করে কথিত ক্রীড়া সংগঠকরা অবৈধ সরকারের দালাল হিসেবে কাজ করেছিল। আমরা সেই ক্রীড়াঙ্গণকে আবার সচল করতে চাই।
তিনি বলেন, যশোরে ক্রীড়াঙ্গণের পাশাপাশি সাংস্কৃতিক যে ঐতিহ্য ছিল সেটিকে আবার পুনরায় বিকশিত করতে চাই। বৈশাখ উদ্যাপন অনুষ্ঠানে বিএনপি তাদের চিন্তা, বিশ্বাস ব্যক্ত করতে পেরেছে। ক্রীড়া এবং সাংস্কৃতিকর মাধ্যমে, জাতীয় জীবনে দৃশ্যমান পরিবর্তন আনা সম্ভব। এই দেশ আমাদের, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি ক্রীড়া ও সাংস্কৃতিক ঐতিহ্য ধরে রাখার দায়িত্ব আমাদের।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) অনিন্দ্য ইসলাম অমিত। পরে প্রধান অতিথি শান্তির প্রতীক পায়রা, বেলুন ফেস্টুন উড়িয়ে ফুটবল উৎসবের উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে কোরআন তেলোয়াতের পাশাপাশি জাতীয় ও দলীয় সংগীত পরিবেশন করা হয়। এছাড়া মাঠ জুড়ে দলীয়, ক্রীড়া এবং অলিম্পিকের পতাকা উত্তোলন করা হয়।
উদ্বোধনী খেলায় মুখোমুখি হয়ে ৬ নম্বর ওয়ার্ড ২-০ গোলে ৪ নম্বর ওয়ার্ডকে পরাজিত করে। এদিকে দীর্ঘদিন পরে যশোরের মাটিতে ফুটবলের জমজমাট আসরকে কেন্দ্র করে সরকারি সরকারি এম এম কলেজ মাঠে দর্শকের প্রানবন্ত উপস্থিততে কানায় কামায় পূর্ণ হয়ে যায়। দুই দলের খেলোয়াড়দের মুহুর্মুহু আক্রমণ, বাদক দলের বাদ্যের তালে তালে এবং ভুভুজেলার বাঁশিত উৎসবমুখর হয়ে ওঠে গোটা এলাকা।
খুলনা গেজেট/এএজে